মাথা গরম করে বিচারককে আঘাত, যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত করা হল জোকোভিচকে

বাংলা হান্ট ডেস্কঃ সেই লকডাউনের সময় থেকে শুরু হয়েছে, খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছেনা নোভাক জোকোভিচের। কয়েক মাস আগেই করোনা মহামারীর সময় প্রতিযোগিতার আয়োজন করে ব্যাপক বিতর্ক জড়িয়েছিলেন জোকোভিচ। ফের একবার বিতর্কে জড়ালেন নোভাক জোকোভিচ। এবার বিতর্কে জড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিস্কৃত হতে হল এই টেনিস তারকাকে।

রবিবার মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ এবং পাবলো ক্যারেনো বুস্তার। চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন এক মহিলা সাইড জজের গলায় অনিচ্ছাকৃতভাবে ভাবে আঘাত করে বসেন নোভাক জোকোভিচ। তার ফলেই টুর্নামেন্ট থেকে বহিস্কৃত হতে হয় নোভাক জোকোভিচকে।

প্রথম সেটের ম্যাচের একাদশ গেমে 5-6 ব্যবধানে পিছিয়ে পড়েন নোভাক জোকোভিচ। তারপরই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আর সেই হতাশার ফলেই বলে জোরে আঘাত করে করে বসেন জোকোভিচ। সেই বল সোজা গিয়ে লাগে সাইড জজের গলায়। সঙ্গে সঙ্গে সেই জজের দিকে এগিয়ে যান জোকোভিচ। এরপরই সার্বিয়ার তারকা জোকোভিচ বেশ কিছুক্ষণ কথা বলেন টুর্নামেন্টের সুপারভাইজার এর সঙ্গে। তারপরেই জানিয়ে দেওয়া হয় এবারের যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিস্কৃত করা হল নোভাক জোকোভিচকে। 2004 সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল হতে চলেছে নোভাক জোকোভিচ, রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছাড়া।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর