জুন মাসেই করুন এই কাজ; না হলে বড় সমস্যার মুখে পড়বেন আপনি

বাংলাহান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদির ডাকা লকডাউনের পঞ্চম দফায় আসতে আসতে চলতে শুরু করেছে ভারতীয় অর্থনীতি। লকডাউনের কারনে কয়েকটি বিশেষ ক্ষেত্রে সময়সীমা ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। আনলকডাউন শুরু হওয়ায় আর সেই সময়সীমা বাড়বে না বলেই জানা যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই কাজগুলি সেরে নিন

১) প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের শেষদিন ধার্য্য করা হয়েছে ৩০ জুন। সুতরাং অবশ্যই প্যান ও আধার লিংক করান। না হলে আপনার প্যান বাতিল হতে পারে

২) ২০১৮ – ১৯ বর্ষের আয়কর রিটার্ন না দিয়ে থাকলে অবশ্যই তা জুন মাসে দিয়ে দিন। এই ক্ষেত্রেও শেষ তারিখ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারের তরফে।

৩) পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় এখনো অর্থ না দিয়ে থাকলে তাও ৩০ জুনের মধ্যে জমা করুন। না হলে জরিমানা হতে পারে

৪) ফর্ম ১৬ জমা দেওয়ারও শেষদিন ৩০ জুন।

৫) আয়কর ছাড়ের জন্য ৮০ সি, ৮০ ডি, ৮০ ই ধারায় আবেদনের সময়সীমা বেড়ে হয়েছে ৩০ জুন।

সম্পর্কিত খবর