১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের গানটি গেয়েছিলেন KK-ই! তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট মহলও

 বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল মোটামুটি এই সময় প্রয়াত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার মেনন যিনি তার ভক্তদের মধ্যে কেকে নামেই পরিচিত ছিলেন। উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ‍্যালয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে নজরুল মঞ্চে পারফর্ম করার ঘন্টা কয়েক পরেই প্রয়াত হন গায়ক। সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন গায়ককে। বয়স হয়েছিল ৫৪ বছর। গোটা একটা দিন কেটে গেলেও যেন এখনও খবরটা বিশ্বাস হচ্ছে না অনুরাগীদের।  কলকাতায় পরপর দুদিন গানের অনুষ্ঠান করছিলেন তিনি। তার মৃত্যু নিয়ে নানান জল্পনা এখনও অব্যহত।

এরই মধ্যে তার একটি পুরোনো গান আবারও ভাইরাল হতে শুধু করেছে। কেকে ১৯৯৬ সালে সঙ্গীতের জগতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। তার তিন বছর পর ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য একটি গান গেয়েছিলেন সকলের প্রিয় এই সঙ্গীত শিল্পী। ‘জোশ’ নামের এই গানটি বিশ্বকাপের আগে দলের সুন্দর ও অনন্য মুহূর্তগুলোকে ধারণ করেছিল। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের মতো বিখ্যাত খেলোয়াড়দেরও দেখা যায়। গানটি তুলে ধরা হলো–

সকলের প্রিয় গায়ক ইয়ারো-দোস্তি, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল, আঁখোঁ মে তেরি, খুদা জানে-র মতো একাধিক হৃদয়স্পর্শী গান গেয়েছিলেন। তার মৃত্যুতে যখন গোটা দেশের পাশাপাশি ক্রিকেট মহলও শোকস্তব্ধ। বেশ কিছু বিখ্যাত ক্রিকেটার নিজেদের সহমর্মিতা জানিয়েছেন। পরপর তাদের বার্তাগুলি তুলে ধরা হলো—

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর