মালিকের জীবন বাঁচাতে ইলেকট্রিক শকে প্রাণ দিল পোষ্য কুকুর

কুকুর (dog) মানুষের প্রথম পোষ মানা প্রানী। সভ্যতার উষা লগ্ন থেকেই মানুষের জন্য নিবেদিত প্রাণ পোষ্য কুকুরের৷ মালিকের বাড়ি পাহাড়া দেওয়া থেকে শুরু করে মালিকের সুরক্ষায় নিজের জীবন বিপন্ন করতেও পিছপা হয় না এই চতুস্পদ। আরো একবার সামনে এল কুকুরের সেই প্রভুভক্তির উদাহরণ। মালিকের জীবন বাঁচাতে নিজের জীবন বলি দিল ‘অপু’ নামের এক সারমেয়।

ছবি : প্রতীকি

ঘটনাটি ঘটেছে কেরলের কোট্টায়েম জেলার ওয়াজহুরে । প্রতিদিনই মালিক অজয়ের সাথে মর্নিং ওয়াকে যায় অপু। এদিনও তার ব্যাতিক্রম ছিল না। অজয় তার ছেলের জন্য দুধ কিনতে যাওয়ার সময় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনাটি।

   

জানা যাচ্ছে, অজয় কোনো এক দুর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। একটু একটু করে সেরে উঠছিলেন তিনি। এদিন সকালে কুকুরকে নিয়ে রাস্তায় বের হন অজয়৷ রাস্তায় একটি ছেঁড়া বিদ্যুতের তার পড়ে ছিল। বিদ্যুতের তারটি ঠিক সেখানেই পড়েছিল যেখানে কিছুদিন আগে অজয়ের দুর্ঘটনা ঘটেছিল।

অজয় বিদ্যুতের তারটি টপকে গেলেও তা স্বস্তি দেয় নি ‘পোষ্য’ অপুকে। সে ফের দুর্ঘটনার আশঙ্কায় সেই তারটি মুখে করে সরাতে যায়। তার বিদ্যুৎ থাকায় সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে তার। অজয়ের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অপু।

গত ২ বছর অপু অজয়ের বাড়ির সদস্য ছিল। তার এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। ভেঙে পড়েছেন মালিক অজয়৷ কিছুদিন আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল আরেকটি ঘটনা, যেখানে মালকিনের মৃত্যুর খবর পেয়েই আত্মহনন করে পোষ্য সারমেয়.

 

 

সম্পর্কিত খবর