দোল, উৎসবে হল আবহাওয়ার উন্নতি তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ বসন্তের দোল উতসবে মতোয়ারা বাঙালি। চারিদিকে বইছে রঙের হাওয়া। রঙে রঙে রঙিন হয়ে আছে আকাশ। তারই মাঝে বর্ষা আবার নিজের জায়গা করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বসন্তে বৃষ্টির পূর্ভাবাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। শুক্রবার তার সমাপ্তি ঘটবে বললেও, বর্ষা যেন বসন্তকে ছেড়ে যেতেই চাইছে না।

rain 5555

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে এবার বসন্তেই শুরু হবে বৃষ্টি বলে আগে থাকতেই জানিয়েছিল আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। যার জেরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছিল হাওয়া অফিস।

সোমবার থেকেই অবস্থার উন্নতি হবে বলে জানায় আলিপুর (Alipore) আবহাওয়া দফতর (Weather Office)। তবে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ভালোই ছিল। বসন্তেও কলকাতার (Kolkata) পারদ অনেকটাই নিচে নেমে রয়েছে।

rain 22222

তবে আবার আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। গরমে হাঁসফাঁস করবেন দেশের উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্য ভারতের মানুষজন। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ চড়ে থাকবে বেশ অনেক দিন ধরেই। শহর কলকাতার (Kolkata) তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর