সৌরভের স্ত্রী বলেই এত সুযোগ পান! অনেক নাচের শো থেকে বাদ পড়েছেন ডোনা গঙ্গোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: সেলিব্রিটি হওয়ারও অনেক হ‍্যাপা। চেনা পরিচিত জনের দৌলতে কাজ পেলে ওঠে স্বজনপোষনের অভিযোগ। কিন্তু এই একই কারণে যোগ‍্য ব‍্যক্তিকে কাজ দেওয়া হয়নি, এমনটা খুব একটা কখনো শোনা যায়নি। কিন্তু বাস্তবে এমনি ঘটনার সম্মুখীন হয়েছেন ডোনা গঙ্গোপাধ‍্যায় (Dona Ganguly)। সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) স্ত্রী হওয়ার  ‘অপরাধে’ একাধিক নাচের শো থেকে বাদ পড়েছেন তিনিও।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন ডোনা। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের সহধর্মিনী হওয়ার পাশাপাশি তাঁর আরো একটা পরিচয় রয়েছে। তিনি পেশাদার ওড়িশি নৃত‍্যশিল্পী। দেশে, বিদেশে বহু জায়গায় তাঁর নৃত‍্যানুষ্ঠান প্রশংসিত হয়েছে। ডোনার হাত ধরে নাচ শিখেছেন বহু শিষ‍্য শিষ‍্যা। কিন্তু স্বামীর কারণে তাঁকে যে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তা জানতেন না অনেকেই।

sourav dona
ডোনা বলেন, সৌরভের স্ত্রী হওয়ার সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। অনেকে নাকি ভাবেন যে তিনি সৌরভের স্ত্রী বলেই এত সুযোগ পাচ্ছেন। তাঁর যোগ‍্যতা নিয়ে সন্দেহের জন‍্য একাধিক জায়গা থেকে বাদ পড়েছে তাঁর নাচের শো। তাদের প্রতি ডোনার বার্তা, আগে নাচ দেখুন। তারপর বুঝবেন অন‍্যদের থেকে পার্থক‍্যটা কোথায়।

স্বামী স্ত্রীর পেশা দুই ভিন্ন মেরুর। কিন্তু সেজন‍্য তাঁদের দাম্পত‍্যে কোনো প্রভাব কখনো পড়েনি। ডোনা বিশ্বাস করেন, তাঁকে এবং সৌরভকে নিজেদের কাজটা নিজেদেরই করতে হবে। ‘দাদা’কে যেমন কখনো ওড়িশি নাচতে দেখা যাবে না, তেমনি ডোনাও ব‍্যাট বল তুলবেন না। তাঁদের পেশা আলাদা এবং আলাদাই থাকবে।

মেয়ে সানাকে নিয়েও এদিন কথা বলেছেন ডোনা। মেয়ের নাকি নাচ বা ক্রিকেট কোনোটাতেই তেমন আগ্রহ নেই। মা মেয়ের নাচ অবশ‍্য আগে দেখেছে দর্শক। প্রশংসাও পেয়েছেন সৌরভ কন‍্যা। তবে নাচটাকেই পেশা বানিয়ে এগোনোর ইচ্ছা আপাতত নেই তাঁর। পড়াশোনায় মন দিয়েছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর