ট্যুইটারের পথেই হাঁটলেন জুকারবার্গ, ২ বছরের জন্য সাসপেন্ড হল ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আচরণে প্রথমটায় কড়া পদক্ষেপ না নিলেও, এবার ট্যুইটারেরর পথেই হাঁটলেন মার্ক জুকারবার্গ। সাসপেন্ড করা হল ট্রাম্পের ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট। তবে ট্যুইটারের মত অতোটাও কড়া না হয়ে মাত্র ২ বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত নভেম্বরে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে, জনগণের মতদানের ভিত্তিতে মার্কিন মসনদে জায়গা করে নেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এই হার কোনভাবেই মানতে নারাজ ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প। তাঁর উস্কানিতেই প্রতিবাদে নামেন ট্রাম্প সমর্থকরা।

EatACLOXQAEciiI

প্রথমদিকে সাধারণভাবে প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে থাকলেও, গত ৬ ই জানুয়ারী তা চরমে পৌঁছায়। ক্যাপিটালে দাঙ্গা করতে শুরু করেন ট্রাম্প সমর্থকরা। তাঁদের শান্ত হতে না বলে, উল্টে সেই আগুনে আরও বেশি করে ঘি ঢেলে দেন ট্রাম্প। ঘটনার জেরে ৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হন।

এই ঘটনার জেরেই সেইসময়ই ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, আজীবন ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ব্যান করা হচ্ছে। দাঙ্গায় উস্কানিমূলক প্ররোচনা দেওয়ার জন্য, এই সিদ্ধান্ত নেয় ট্যুইটার কর্তৃপক্ষ। তবে কিছুদিন দেরী হলেও, এবার সেই পথেই হাঁটল ফেসবুক কর্তৃপক্ষ। সারাজীবনের জন্য না হলেও, ২ বছরের জন্য ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করল ফেসবুক।

shutterstock 186292982a

এপ্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বড় কোন হিংসার সময় প্রভাবশালী ব্যাক্তিদের আচরণ খতিয়ে দেখা হয়। তাঁরা ফেসবুকে কি ধরণের বার্তা দিচ্ছেন, তাঁদের অভিব্যক্তি কিকরম- সমস্ত কিছুই দেখা হয়। তবে এক্ষেত্রে দেখা যায়, ট্রাম্পের কিছু মন্তব্য ও পদক্ষেপ ফেসবুকের নীতি লঙ্ঘন করেছে, আর যা শাস্তিযোগ্য। সেই কারণেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর