“সরকার দাবি না মানলে GST দেবেন না” ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে বিরোধের ডাক খোদ প্রধানমন্ত্রীর ভাইয়ের

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেও একাধিকবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদী (Prahlad Modi)। গতবার লোকসভা ভোটের আগে ‘জেল ভরো’ আন্দোলনেরও হুমকি দিয়েছিলেন তিনি। এবার ফের একবার কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের বিরুদ্ধেই সরব হতে গেল দেখা গেল তাকে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রহ্লাদ মোদী। দেশের প্রায় সাড়ে ৬ লক্ষ ফেয়ার প্রাইস শপের ডিলার এই সংগঠনের সঙ্গে যুক্ত। তাই রাজনৈতিকভাবে প্রহ্লাদের বিরোধকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

   

ঠিক কি নিয়ে এদিন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রহ্লাদ? শুক্রবার মহারাষ্ট্রে ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান থেকে মহারাষ্ট্র রাজ্যের উদ্ধব ঠাকরে সরকার এবং কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একহাত নেন তিনি। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ”সঠিকভাবে বিক্ষোভ দেখান। নরেন্দ্র মোদী হোক বা উদ্ধব ঠাকরে হোক, সবাইকেই আপনাদের কথা শুনতে হবে। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, কারও গোলামি করি না।” শুধু তাই নয় সরকার কথা না মানলে জিএসটি (GST) দেবেন না, বলেও পরামর্শ দেন তিনি।

লকডাউনের জেরে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী মহল। অন্যদিকে ক্রমাগত চলছে মূল্যবৃদ্ধি। যার জেরে কার্যত ভীষণ সংকটে রয়েছেন দেশসুদ্ধ ব্যবসায়ীরা। সে কথা মাথায় রেখেই প্রহ্লাদের মত, এমনভাবে আন্দোলন করুন যাতে সরকার আপনাদের কাছে আসতে বাধ্য হয়। এর আগেও একাধিকবার কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে সুর চড়িয়েছেন প্রহ্লাদ। কেন্দ্র বিরোধী এইসব আন্দোলনের জন্য গ্রেফতারও হতে হয়েছে তাকে। কিন্তু তারপরেও নিজের মতামত প্রকাশ করতে পিছপা হননি তিনি।

এমনিতেই বিরোধীদের পেগাসাস, কৃষি বিল সহ বিভিন্ন ইস্যুতে লাগাতার আক্রমণে এই মুহূর্তে সমস্যা বেড়েছে মোদী সরকারের। তার ওপর শুক্রবার প্রধানমন্ত্রীর ভাইয়ের এই মন্তব্যে ফের যে একবার অস্বস্তিতে পরল কেন্দ্র সরকার তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর