সংবিধান জানেন না, বিজেপির এজেন্ট হয়েই থাকুন, রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ কল্যাণ ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যপাল জগদীপ ধনকড় (jagdeep dhankhar) ভারতীয় সংবিধান জানেন না বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি (kalyan banerjee)। কেন্দ্র থেকে দেওয়া কৃষকদের অর্থ রাজ্যের মাধ্যমে খরচের বিষয়ে রাজ্যপালকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর কাজের বিরোধীতাও করলেন।

সংবিধান জানেন না রাজ্যপাল
কল্যাণ ব্যানার্জি রাজ্যপালকে সরাসরি আক্রমণ করে বললেন, ‘রাজ্য সরকারকে মিডল ম্যান বলছেন রাজ্যপাল। তাহলে উনি তো সেই মিডল ম্যানের এক নম্বর জায়গায় বসে আছেন। ভারতীয় সংবিধান জানলে, আপনি এমন কথা বলতে পারতেন না। ভালো করে সংবিধান পড়ুন। নাহলে বলবেন আমি গিয়ে শিখিয়ে দেব’।

   

কৃষকদের প্রাপ্য অর্থ খরচের বিষয়ে রাজ্যপালকে কটাক্ষ করে বললেন, ‘রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রের দেওয়া অর্থ রাজ্য সরকারের মাধ্যমে খরচ করে কৃষকদের দেওয়া হবে। আপনি বলুন, ভারতবর্ষের কোন আইনে লেখা আছে, যে কেন্দ্র সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে’।

প্রধানমন্ত্রীর কাজের বিরোধীতাও করলেন
এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতেও ছাড়লেন না সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বললেন, ‘কোপারেটিভ ফ্রেডারলেজমে প্রধানমন্ত্রী যে ভাঙ্গন ধরিয়েছেন, সেটা কখনই রাজ্য সরকার সমর্থন করছে না। সর্বদা তার বিরোধিতা করছে’।

রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করলেন
এরপর রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে আক্রমণ করে তিনি বললেন, ‘রাজ্যপাল মহাশয় আপনার সবকিছু বিষয়ে জ্ঞান থাকা উচিত। আপনি কোন তালেবর হয়ে যাননি, আপনার এমন কোন সাংবিধানিক ক্ষমতাও নেই যে, প্রতিদিন আপনার চিঠির উত্তর দিতে হবে। বেকার একটা মানুষ আপনি। ট্যুইট করতে আর চিঠি লিখতে ভালোবাসেন, তাই করুন। বিজেপির এজেন্ট হয়ে কাজ করতে এসেছেন, তাই করুন। মানুষ সব বুঝতে পারছে। আপনার মত অপঅদার্থ রাজ্যপাল গোটা ভারতে আগেও ছিল না, আর এখনও নেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর