ভারতীয় পড়ুয়াদের জন্য আবারও ডুডল প্রতিযোগীতা নিয়ে হাজির গুগল। জয়ের মূল্য অনেক ।

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে আগেই ভারতীয়  পড়ুয়াদের জন্য  ডুডল প্রতিযোগীতা নিয়ে হাজির হল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা গুগল৷ পড়ুয়াদের সৃজনশীলতা ও শিল্প নিদর্শনের সুযোগ দেওয়ার জন্য আগেও এই প্রতিযোগিতা রেখেছিল গুগল। এবার আরও একবার। নিজেদের সৃজশীলতাকে ফুটিয়ে তুলে তৈরি করতে হবে  সংস্থার লোগো। এই  প্রতিযোগীতায় অংশগ্রহণে ভারতীয় পড়ুয়াদের আহ্বান জানিয়ে ইতিমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করেছে  গুগল৷ প্রতি বারের মতনই এইবারে ও আছে লোগো তৈরির একটি নির্দিষ্ট ভাবনা।এবারের   ভাবনা ‘বড় হওয়ার সঙ্গ সঙ্গে আমার আশা’৷ প্রথম বছর এই প্রতিযোগীতার ভাবনা ছিল ‘আমার ভারতবর্ষ’৷ তবে শুধুমাত্র ভারতেই নয়, এশিয়ার অন্যান্য দেশগুলি সহ কানাডা ও লাতিন আমেরিকাতেও এই ডুডল প্রতিযোগীতার আয়োজন করে গুগল৷ সংস্থা দ্বারা প্রকাশিত  বিবৃতি অনুযায়ী, পড়ুয়াদের আঁকা সেই ছবির মধ্যে মাটি, জল রঙ, মোম রঙ কিংবা গ্রাফিক্স ডিজাইনের দ্বারা ‘জি-ও-ও-জি-এল-ই’ এই বর্ণগুলি সংযুক্ত করে ডুডলটি তৈরি করতে হবে৷ আরও জানানো হয়েছে বিজয়ীদের কলেজের বৃত্তি হিসাবে ৫ লক্ষ টাকা, স্কুল কিংবা নন প্রফিট সংস্থার জন্য ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ একই সঙ্গে তার তৈরি ডুডলটি চলতি বছরের ১৪ নভেম্বর গুগলের ভারতীয় হোমপেজে প্রদর্শীত হবে৷ এই বিষয় আরও বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে – doodles.google.co.in/d4g।

IMG 20190920 173625

সৃজনশীল পড়ুয়াদের কাছে এই সুযোগ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে। এই নির্দিষ্ট দিনের  মধ্যে অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে সংস্থার কাছে তাদের তৈরি ডুডল পাঠাতে হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের৷ প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগীতায়৷কিন্তু কিভাবে বাছা হবে প্রথম স্থানাধিকারিক কে? জানা যায়, ডুডলের একটি টিম সহ অতিথি বিচারকদের একটি প্যানেল এবছরের প্রতিযোগীদের পর্যালোচনা করবেন এবং এরপর সংস্থার অভ্যন্তরীণ টিম ও জুরিরা ভোটের দ্বারা শীর্ষস্থানীয় ২০টি ডুডল বেছে নেবেন৷এর পর আসবে পাবলিক অপিনিয়ন। বাছাই করা ২০ জন প্রতিযোগীর মধ্যে বিজয়ীকে ভোটদানের মাধ্যমে বেছে নেবে দেশের জনগণ৷ আগামী ২১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে পছন্দের ডিজাইন টিকে ভোটদান প্রক্রিয়া৷২০০৯ সাল থেকে এই প্রতিযোগীতার আয়োজন করছে মার্কিন এই সংস্থা৷

সম্পর্কিত খবর