স্ম্তি উস্কে কলকাতায় ফিরছে ডবল ডেকার বাস

বাংলাহান্ট ডেস্কঃ এক সময় তিলোত্তমার রাজপথে অবাধ যাতায়াত ছিল তার। কিন্তু  কালের করাল গ্রাস থেকে রহাই পায়নি সেও। কথা হচ্ছে কলকাতা বাসীর রাজকীয় বাহন ডবল ডেকার বাসের কথা। নব্বই দশকের শুরুর দিকে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এই বাস। তারপর একসময় কালের গর্ভে হারিয়ে যায়। জানা যাচ্ছে এবার মহানগরের বুকে ফিরতে চলেছে আবার সেই ডবল ডেকার। বাঙ্গালির স্ম্তিতে আজো অটুট সেই নস্টালজিক যাত্রা।

সূত্র থেকে জানা যাচ্ছে, আপাতত দুটি ডাবল ডেকার বাস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। এই মাসে চূড়ান্ত অনুমোদন এসে যাবে বলে আশ। করছেন রাজ্য সড়ক পরিবহণের কর্তারা। মার্চ থেকেই বাস দুটিকে দেখা যেতে পারে শহরের রাস্তায়।

কলকাতার জন্য এই বাস  অনুমোদন পেলে গোটা দেশের জন্যই দোতলা বাস তৈরি করা হতে পারে। এই দুটি বাস আপাতত ডিজেলে চললেও এই মডেলের বাস বিদ্যুতে চালানো হবে বলে জানিয়েছেন রাজ্য সড়ক পরিবহণের আধিকারিকরা। এর আগে কলকাতার রাস্তায় শেষ ডাবল ডেকার বাস চলেছিল ২০০৫ সালে।

ঠিক এক শতাব্দী আগে ব্রিটিশ আমলে কলকাতা পেয়েছিল তার প্রথম ডাবল ডেকার বাস। এর ১০০ বছর পর ফের বিলুপ্তি থেকে শহরের রাস্তায় ফিরছে আইকনিক দোতলা বাস।

 

সম্পর্কিত খবর