সুখবর! দেড় দশক পর আজই কলকাতায় ফিরতে চলেছে ডবল ডেকার বাস

Kolkata: এক সময় তিলোত্তমার রাজপথে অবাধ যাতায়াত ছিল তার। কিন্তু  কালের করাল গ্রাস থেকে রহাই পায়নি সেও। কথা হচ্ছে কলকাতা বাসীর রাজকীয় বাহন ডবল ডেকার বাসের কথা। নব্বই দশকের শুরুর দিকে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এই বাস। তারপর একসময় কালের গর্ভে হারিয়ে যায়। আজ থেকেই মহানগরের বুকে ফিরতে চলেছে আবার সেই ডবল ডেকার।

images 2020 10 13T110634.193

আপাতত দুটি ডাবল ডেকার বাস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের ছাড়পত্র। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাসের উদ্বোধন করবেন। তবে এই বাস কলকাতায় ফিরলেও সাধারণ যাত্রী পরিবহন করবে না। বরং এটি ব্যাবহার করা হবে সিটি ট্যুরের জন্য। এতে শহরের পর্যটনে অনেকটাই উন্নতি হবে আশা করা হচ্ছে।

দু’টি বাসই হুডখোলা অর্থাৎ মাথার ওপর উন্মুক্ত আকাশ রয়েছে । তবে কলকাতার বর্ষা ও গরমকে মাথায় রেখে ছাদে অস্থায়ী ছাউনির কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে বিশেষ এক ধরণের শিট ব্যবহার করা হতে পারে। থাকছে সমস্ত আধুনিক ব্যবস্থা। থাকছে আগের চেয়ে বেশি চওড়া সিঁড়ি। তবে তা বাসের ভেতরে করা হয়েছে। বাসের মধ্যে থাকছে সিসি ক্যমেরা, প্যানিক বাটন।

এই দুটি বাস আপাতত ডিজেলে চললেও এই মডেলের বাস বিদ্যুতে চালানো হবে বলে জানিয়েছেন রাজ্য সড়ক পরিবহণের আধিকারিকরা। এর আগে কলকাতার রাস্তায় শেষ ডাবল ডেকার বাস চলেছিল ২০০৫ সালে।ঠিক এক শতাব্দী আগে ব্রিটিশ আমলে কলকাতা পেয়েছিল তার প্রথম ডাবল ডেকার বাস। এর ১০০ বছর পর ফের বিলুপ্তি থেকে শহরের রাস্তায় ফিরছে আইকনিক দোতলা বাস।

 

সম্পর্কিত খবর