অত্যাধুনিক দোতলা ট্রেন তৈরি করল ভারতীয় রেল;১৬০ কিমি বেগে চললেও টের পাওয়া যাবে না ঝাঁকুনি

এবার আরো একটি আধুনিক প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভারতীয় রেলে (indian railway)। ভারতের সবচেয়ে দ্রুতগতির দোতলা ট্রেন ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।  কপুরথালা রেল কোট ফ্যাক্টরিতে তৈরি এই মাঝারি মানের গতিসম্পন্ন ডবল ডেকার ট্রেনটি চলবে দেশের ব্যস্ততম রুটগুলিতে।

ভারতীয় রেল,রেল,ডবল ডেকার ট্রেন,indian railway,railway,double decker train,Bengali,bengali news

এখনো পর্যন্ত ভারতীয় রেলের কোনো কোচে সর্বোচ্চ সংখ্যক যাত্রী ধারন ক্ষমতা রয়েছে এই ট্রেনে। ট্রেনটিতে ১২০ জন যাত্রী প্রতি কোচে বসতে পারবেন। এর গতিও নেহাত কম নয়, প্রতি ঘন্টায় ১৬০ কিমি গতিবেগে চলবে এই ট্রেন। স্টেট অফ দ্য আর্ট এয়ার স্প্রিং সাসপেনশন থাকায় চূড়ান্ত গতিতে চলার সময়ও কোনোরকম ঝাঁকুনি অনুভব করবেন না যাত্রীরা। একই সাথে থাকছে এলইডি স্ক্রিন, প্যান্ট্রি কার সহ আনুষঙ্গিক সমস্ত আধুনিক সুবিধাও।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মোদি সরকারের রেল মন্ত্রী পিযূষ গোয়েল জানিয়েছেন, ভারতীয় রেল ২০৩০ সালের মধ্যে নেট জিরো রেল হবে। ভারতীয় রেলের কার্বন নিঃসরণ নামিয়ে আনা হবে শূন্যে। রেলমন্ত্রী আরো বলেন, প্রতিবছর ৮০০ কোটি যাত্রী ও ১২০০ কোটি টন পণ্য পরিবাহী ভারতীয় রেল পুরোটাই হয়ে উঠবে ‘গ্রিন’.

কার্বন নিঃসরণ কমাতে ডিজেল ইঞ্জিনের ব্যাবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে দেশে। তার বদলে সব ট্রেনই চালাতে হবে  বিদ্যুতে। ২০১৪-তে ভারতীয় রেল কার্বন নিঃসরণ করেছিল ৬৮ লক্ষ ৪০ হাজার টন। এই নিঃসরণকেই শূন্যে নামাতে চাইছে মোদি সরকার।রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যেই ভারতীয় রেল পুরোপুরি ইলেকট্রিক নির্ভর হয়ে উঠবে

সম্পর্কিত খবর