১০৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডাঃ এপিজে আবদুল কালামের বড় ভাই

বাংলাহান্ট ডেস্কঃ মারা গেলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ এপিজে আবদুল কালামের (dr apj abdul kalam) বড় ভাই মোহাম্মদ মুথু মীরা লেব্বাই মারাইকায়ার (Mohammed Muthu Meera Lebbai Maraikayar)। রবিবার তামিলনাড়ুর রামেশ্বরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন রাষ্ট্রপতির দাদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর।

১৯৩১ সালের ১৫ ই অক্টোবর ডাঃ এপিজে আবদুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। তাঁরা ৫ ভাইবোন ছিলেন। তাদের পিতা স্বল্প শিক্ষিত এবং খুবই দরিদ্র ছিলেন। জেলেদের মাছ ধরার নৌকা ভাড়া দিয়ে কোনরকমে সেই অর্থ দিয়েই সংসার চালাতেন। এসবের মধ্যে থেকেও আবদুল কালাম আজ দেশের অন্যতম একজন সম্মানীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।

দেশের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে ২০০২ সালের ২৫ শে জুলাই থেকে ২০০৭ সালের ২৫ শে জুলাই অবধি তিনি নিযুক্ত ছিলেন। ১৯৮১ সালে পদ্মভূষণ, ১৯৯০ সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। তবে তিনি দেশের রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি ভারতরত্ন সম্মানেও সম্মানিত হয়েছিলেন।

জানিয়ে রাখি, প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ এপিজে আবদুল কালামের বড় ভাই মোহাম্মদ মুথু মীরা লেব্বাই মারাইকায়ার বেশকিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। এছাড়াও তাঁর চোখেও সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে ১০৪ বছর বয়সে রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর