মাত্র ২১ দিনে ৫০০ শয্যার হাসপাতাল গড়ে তাক লাগিয়ে দিল ডিআরডিও

বাংলা হান্ট ডেস্কঃ কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে রীতিমত জর্জরিত গোটা দেশ। লকডাউনের জন্য সংক্রমণের মাত্রা কিছুটা কমলেও এখনো চিন্তা রয়েছে যথেষ্ট। সেই কারণেই এবার কোভিড রোগীদের সাহায্যার্থে ফের একবার এগিয়ে এল ডি আর ডি ও। এর আগেই দিল্লিতে ৫০০ বেডের অস্থায়ী হাসপাতাল গড়ে তুলতে সাহায্য করেছিল ডিআরডিও। এবার উত্তরাখণ্ডের হালদোয়ানিতেও একইভাবে একটি ৫০০ শয্যার হাসপাতাল গড়ে তুলল তারা। এদিন ভার্চুয়াল মাধ্যমে এই হাসপাতালটির উদ্বোধন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত।

ডিআরডিও তরফে জানানো হয়েছে, হাসপাতালের ৩৭৫ টি শয্যায় রয়েছে অক্সিজেনের যথাযথ ব্যবস্থা। বাকি ১২৫ টি শয্যায় রয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট হিসেবে। যেখানে রয়েছে ভেন্টিলেটরের ব্যবস্থাও। এছাড়া সিসিটিভি, ওয়াইফাই সমস্ত ব্যবস্থাই করা হয়েছে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই হাসপাতলে রয়েছে ল্যাবরেটরি, প্যাথলজি সহ অন্যান্য ব্যবস্থা। মিলিটারি সহযোগিতায় প্রায় ৩৫০ জন কর্মী দ্বারা মাত্র ২১ দিনে নির্মিত হয়েছে এই অস্থায়ী হাসপাতাল। হালদোয়ানি সরকারি মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আপাতত চিকিৎসা এবং নার্সরা কাজ করবেন এই হাসপাতলে। হাসপাতালটি নামাঙ্কিত হয়েছে উত্তরাখণ্ডের শহীদ জেনারেল বিপিন যশির নামে। যিনি ছিলেন উত্তরাখণ্ডের ১৭ তম আর্মি প্রধান।

প্রসঙ্গত উল্লেখ্য, এমনই একটি হাসপাতাল মুর্শিদাবাদে স্থাপন করার জন্য এর আগেই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতিও এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগজনক। তাই মুর্শিদাবাদে এ ধরনের হাসপাতাল হলে উপকৃত হবেন বহু মানুষ। এখন কেন্দ্র কবে এ বিষয়ে সম্মতি দেয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর