DRDO বানাল UV ব্লাস্টার টাওয়ার, ১০ মিনিটেই গোটা ঘর করে দেবে করোনাভাইরাস মুক্ত

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে সোমবার ৪২ হাজার ৮৩৬ হয়েছে। এর সাথে সাথে দেশে এখনো পর্যন্ত মোট ১ হাজার ৩৮৯ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। দেশ আর বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের বর্ধিত মামলা দেখে বিজ্ঞানীরা ভ্যাকসিন, ওষুধ এবং অন্যান্য জরুরী উপকরণ বানানোর জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেই চলেছে।

আর এর মধ্যে ভারতীয় রিসার্চ অ্যান্ড ডেভলপ সংগঠন (DRDO) একটি বিশেষ উপকরণ বানিয়ে ফেলার দাবি করেছেন। DRDO অনুযায়ী, তাঁরা আল্ট্রা ভায়লেট ব্লাস্টার নামে একটি ডিসইনফেক্ট্যান্ট টাওয়ার (UV blaster tower) বানানোয় সফলতা হাসিল করেছে। এই ম্যাশিন ১২/১২ কামরাকে মাত্র ১০ মিনিটেই ভাইরাস মুক্ত করতে পারবে।

DRDO অনুযায়ী, এই ইউভি ব্লাস্টারের সাহায্যে করোনাভাইরাসের অতি সংবেদনশীল এলাকাকে খুব কম সময়ে ভাইরাস মুক্ত করা সম্ভব হবে। এই ইউভি ব্লাস্টারটি DRDO এর প্রয়োগশালা লেজার সাইন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার গুরগ্রামের কোম্পানি নিউ এজ ইন্সট্রুমেন্ট অ্যান্ড মেটিরিয়াল প্রাইভেট লিমিটেড মিলে বানিয়েছে।

DRDO অনুযায়ী, এই UV blasterকে কম্পিউটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক্স উৎপাদ গুলোকে ভাইরাস মুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এই UV blaster এয়ারপোর্ট, শপিং মল, মেট্রো, হোটেল, ফ্যাক্টরি আর অফিসে ব্যবহার করা যেতে পারে। এই UV blasterকে ওয়াই – ফাই এর মাধ্যমে দূর থেকে বসেও চালানো যায়। ১২x১২ এর একটি কামরাকে ভাইরাস মুক্ত করতে এই UV blaster মাত্র ১০ মিনিট সময় নেবে। আর ৪০০ স্কয়ার ফুট এলাকাকে ভাইরাস মুক্ত কত্তে মাত্র ৩০ মিনিট সময় নেবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর