DSSSB ৭১০ নিয়োগ, আবেদন শুরু আজ থেকেই

বাংলাহান্ট ডেস্কঃ প্রশিক্ষিত শিক্ষকদের জন্য অভিনব সুযোগ, দিল্লীর Delhi Subordinate Service selection Board সংক্ষেপে DSSSB নিয়োগ করতে চলেছে ৭১০ জন শিক্ষকদের। কর্মস্থল দিল্লী। PGT শিক্ষকদের ক্ষেত্রে বয়সের উর্ধসীমা ৩৬ বছর, EVGC counselor দের ক্ষেত্রে ৩০ বছর। আবেদন করতে পারবেন আজ ১৪ জানুয়ারি ২০২০ থেকে। আবেদনের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি ২০২০।

আবেদন করার শেষ তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ

শিক্ষক [ PGT biology – 07 (male), 02 (female) ; PGT chemistry 02 (male), 01 (female) ; PGT commerce 01 (male), 02 (female), PGT english 42 (male), 56 (female), PGT history 22 ( male) PGT math 46 (male), 26 (female), PGT physics 22 (male), 29 (female), PGT sanskrit 10 ( female) , PGT geography 35 (male) PGT punjabi female 1]

educational and vocational counselor [198 (male), 118 (female)]

শিক্ষাগত যোগ্যতাঃ কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষিত হতে হবে ( বিশেষ কিছু বিষয়ে ছাড় আছে)

বয়সসীমাঃ PGT শিক্ষকদের ক্ষেত্রে বয়সের উর্ধসীমা ৩৬ বছর, EVGC counselor দের ক্ষেত্রে ৩০ বছর।

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ সাধারন ও OBC দের ১০০ টাকা ( sc,st, ph, মহিলা ও ex serviceman দের আবেদন করতে টাকা লাগবে না)

নির্বাচনের পদ্ধতিঃ  লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষা হবে

ওয়েবসাইটঃ http://dsssb.delhigovt.nic.in

সম্পর্কিত খবর