হারের সমস্ত দায় নিজের কাঁদে নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনাকত্ব থেকে সরে দাঁড়ালেন দু’প্লেসি।

দক্ষিণ আফ্রিকার টিটোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়ক ছিলেন ফ্যাফ ডুপ্লেসিস। কিন্তু এবার সেই দায়িত্ব থেকে তিনি নিজেই সরে দাঁড়ালেন। আর দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে দেখা যাবে না ডুপ্লেসিসকে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

   

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজে ডুপ্লেসিসকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই দুই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিয়েছিল কুইন্টন ডি’কক।

দক্ষিণ আফ্রিকা কে মোট 112 টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ডুপ্লেসিস। 2019 ইংল্যান্ড বিশ্বকাপে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকা। তারপর ভারত সফরে এসেও হারের মুখ দেখতে হয়েছে প্রোটিয়াদের। দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজেও হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকা কে।

এছাড়াও দীর্ঘদিন ধরে ব্যাট হাতেও রান পাচ্ছিলেন না ডুপ্লেসিস। ডুপ্লেসিস সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আমি দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম। এটা আমার জন্য খুবই কঠিন সিদ্ধান্ত তবে দলের স্বার্থে আমি এই সিদ্ধান্ত নিলাম। সেই সাথে তিনি জানিয়েছেন অধিনায়কত্ব ছেড়ে দিলেও ক্রিকেটার হিসাবে আমি খেলা চালিয়ে যাবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর