দুবাইতে IPL, বেশ কিছু সমস্যা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে আইপিএল। করোনা ভাইরাসের কারণে এবার আইপিএল হতে চলেছে আরব আমিরশাহীতে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, আগামী 19 শে সেপ্টেম্বর থেকে আরবের মাটিতে বসতে চলেছে তেরো তম আইপিএলের আসর।

কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যে এত বড় একটা টুর্নামেন্ট করা যে মোটেও সহজ কাজ নয় সেটা ভালো ভাবেই জানে বিসিসিআই। আইপিএলের সব মিলিয়ে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি থেকে 1200 জন আরবের মাটিতে পা রাখতে চলেছেন।

3861632313366ffe30f6593777652bc8219d6b4f28480c0d725eee0e5354328694c6ca

বর্তমানে এই 1200 জন বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন। তাদের সকলকে প্রথমে ভারতে এনে তারপর নিয়ে যাওয়া হবে আরব আমিরশাহীতে। বিসিসিআই সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে আইপিএলের দুসপ্তাহ আগে ভারতের মাটিতে পা রাখতে বলা হয়েছে। কারণ দুবাইতে উড়ে যাওয়ার আগে প্রত্যেকের দুবার করে করোনা পরীক্ষা করা হবে। যদি কারুর মধ্যে বিন্দুমাত্র করোনার উপসর্গ লক্ষ্য করা যায় তাহলে তাকে নিয়ে যাওয়া হবে না দুবাইতে। দুবাইতে গিয়েও প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে। এছাড়াও সকলকে দুবাই পৌঁছে 72 ঘন্টা আইসোলেশন থাকতে হবে। তারপরে সকলে মাঠে নামতে পারবেন। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি গুলির। কারণ এই মহামারির সময় এতজন মানুষকে কিভাবে দায়িত্ব করে নিয়ে যাওয়া হবে তারপর সকলকে নিয়ে যাওয়ার পর সকলের করোনা পরীক্ষা করা যে মোটেও সহজ হবে না সেটা ভালো হবে বুঝতে পারছে আইপিএল ফ্রাঞ্চাইজি গুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর