সপ্তমীর সকালে প্রবল বর্ষণে ভাসল বাংলার একাধিক জেলা! মালদায় ভেঙে পড়ল তোরণ

বাংলাহান্ট ডেস্ক : পূজোর চারটে দিনের আশায় সারা বছর অপেক্ষা করে থাকে মানুষ । কেউ অপেক্ষা করে দেশে ফেরার। আবার কেউ অপেক্ষা করে থাকে এই চারটে দিনে কিছু সামান্য ব্যবসা পত্র করে অল্প কিছু আয় রোজগারের। কিন্তু তাতে বাধ সাধলো নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের কারণে ষষ্ঠী সপ্তমী জুড়ে চলতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বৃষ্টি হতে পারে কলকাতা দুই 24 পরগনা সহ হাওড়া এবং হুগলিতেও। মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে বর্ধমান মালদা জেলাগুলিতে।

হাওয়া অফিসের করা এই পূর্বাভাস কে সম্পূর্ণভাবে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিতে ষষ্ঠীতে তো বৃষ্টি হলোই এবং তার সাথে সপ্তমী সকাল থেকে চলল অবিরত বৃষ্টিপাত। এই তুমুল বৃষ্টিতে চারিদিকে জল জমে যাওয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে পূজা মণ্ডপ গুলি ঠিক তেমনি দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়ার আনন্দ একটু হলেও ফিকে হয়েছে। শুধু বৃষ্টিপাত নয়, বৃষ্টির সাথে চলেছে জোরে দমকা বাতাসের তাণ্ডব। আর তার জেরেই দক্ষিণ বঙ্গ লাগোয়া মালদা জেলার একটি পূজা মন্ডপের আলোর তৈরি গেট ভেঙে পড়েছে।

সপ্তমীর সকালে অর্থাৎ রবিবার সকাল থেকেই তুমুল বৃষ্টির সাথে জোরালো হওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা মালদা জেলা। মালদা জেলার রবীন্দ্রভবন মোড়ে উৎসবের চাকচিক্যের বাহক একটি বাঁশের তৈরি আলোর গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই বিশালাকৃতি গেট ভেঙে পড়ায় ইংলিশ বাজার ঢোকার রাস্তা সম্পূর্ণভাবে ব্লকড হয়ে যায়। রাস্তা থেকে সমস্ত বাঁশ সরিয়ে পরিষ্কার করতে প্রথমে মন্ডপের আয়োজন কর্তারা হাত লাগান। কিন্তু তাতে অনেক দেরী হতে থাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশ।

Durga Puja,Malda,Light gate,Maha saptami

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে করা পূর্বাভাস অনুযায়ী শুধু সপ্তমীতেই নয় পুজোর আগামী দিনগুলিতেও আকাশ ঝরাবে বারিধারা। সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জোরালো দমকা বাতাসে বাঁশের তৈরি পূজা মন্ডপ নিরাপদ নয় বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বাতাসে যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে মণ্ডপ আর তার জেরে সৃষ্টি হতে পারে বিশাল দুর্ঘটনা। এমনকি কিছু কিছু জায়গায় বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে। তাই ঝড় বৃষ্টি চলাকালীন প্যান্ডেলের ভেতরে থাকতে বারণ করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে। চারিদিকে জমা জলে এবং বৃষ্টির কারণে বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে মন্ডপগুলিকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর