‘আসছে বছর আবার হবে’, আগামী বছর মহালয়া ও দুর্গাপুজো কবে কোনদিনে , রইল বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক: বাপের বাড়ি থেকে কৈলাসে নিজের শশুর বাড়ি ফিরে গেলেন উমা। আবারও সেই এক বছরের প্রতীক্ষা। বাঙালির দিন গোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আসছে বছর আবার নিজেদের শ্রেষ্ঠতম উৎসবে মেতে উঠবে বাঙালি। আগামী বছর কবে শুরু হতে চলেছে দুর্গাপুজো (Durga Puja 2023)। জেনে নিন নির্ঘণ্ট।

   

চলতি বছরে যেমন সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতে দুর্গাপূজা পড়েছিল, আগামী বছর ঠিক তেমনটা নয়। ২০২৩ সালে দুর্গাপুজো অক্টোবরের শেষে হবে। আগামী বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, শনিবার।

দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠী হবে ২০ অক্টোবর। একই দিনে সপ্তমীও শুরু হয়ে যাবে। পরের বছর দশমী পড়েছে ২৪ অক্টোবর। এক নজরে দেখে নিন আগামী বছরের পুজোর নির্ঘণ্ট।

মহালয়া- ১৪ অক্টোবর, শনিবার।

পঞ্চমী- ১৯ অক্টোবর ,বৃহস্পতিবার। 

ষষ্ঠী- ২০ অক্টোবর, শুক্রবার। 

সপ্তমী- ২১ অক্টোবর, শনিবার।

অষ্টমী- ২২ অক্টোবর, রবিবার।

নবমী- ২৩ অক্টোবর, সোমবার

দশমী ২৪ অক্টোবর মঙ্গলবার।

দুর্গাপুজোর শেষ হওয়ার এক সপ্তাহ বাদে কোজাগরী লক্ষ্মী পুজো আসে। সে হিসেবে আগামী বছর কোজাগরী লক্ষ্মী পুজো আসতে আসতে অক্টোবর শেষ হয়ে যাবে। ২০২৩ সালের লক্ষ্মী পুজো হবে ২৮ অক্টোবর। 

অক্টোবরের শেষে বাংলা থেকে বর্ষা বিদায় নেয়। শরতের আমেজে বাতাসে একটি শীত শীত ভাব থাকে। ফলে আশা করা যাচ্ছে, ২০২৩ সালের দুর্গাপুজো বেশ মনোরম আবহাওয়ায় হবে। কালী পুজোর সময় প্রায় শীত পড়ে যেতে পারে। ১২ নভেম্বর কালীপুজো হবে আগামী বছর। তারপর ভাইফোঁটা হবে ১৪ নভেম্বর। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর