দূর্গাপুজো নিয়ে ফের আন্দোলন নামছে বঙ্গ জননী

বাংলা হান্ট ডেস্ক- কলকাতার সব থেকে বড় উৎসব নিয়ে দড়ি টানাটানি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কারণ

আয়কর বিভাগ কলকাতার বেশ কয়েকটি ছোট বড় পুজোকে নোটিশ পাঠিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আয়কর জমা দিতে হবে। যদি জমা না দিতে পারে তাহলে কঠোর জরিমানা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

images 23 1

সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন আগে এই আন্দোলনে বসেছে তৃণমূলের বঙ্গ জননী শাখা। তারা কলকাতায় ধরা দিয়েছে সেখানে যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে অন্যতম যে বিজেপি পুজো বন্ধ করতে চাইছে কিন্তু

বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ বলেন কোন পুজো বন্ধ করার ইচ্ছে তাদের নেই, আয়কর বিভাগ তাদের যে রিটার্ন জমা দিতে বলেছে। তা দিলে সমস্যার সমাধান হবে, কারণ এখান থেকে তৃণমূলের বিপুল টাকা লেনদেন হয় সেই পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসলো আয়কর বিভাগ।

images 24 1

কলকাতা চল্লিশটি পুজোকে আয়কর নোটিশ দেওয়া হয়েছে এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল

সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে এর তীব্র বিরোধিতা করেছেন এখন দেখার বিষয় কলকাতার পুজোর নিয়ে সত্যিই আয়কর রিটার্ন জমা দিতে হয় কিনা।


Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর