মা অসুস্থ!লকডাউনের তোয়াক্কা না করেই ২৪০০ কিমি পথ সাইকেলে চেপে বাড়ি ফিরলেন ছেলে

বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারাবিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। করোনা ভাইরাসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছে প্রত্যেকটি বিশ্ববাসী। বিশ্বের সমস্ত উন্নতশীল দেশ গুলিও হিমশিম খাচ্ছে করনা ভাইরাসের কবল থেকে নিজেদের রক্ষা করার জন্য। করোনা ভাইরাসের থাবায় ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রচুর প্রচুর মানুষের।lockdown 4

অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে গত 24 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে প্রত্যেকটি রাজ্য সরকার।

প্রথম দফার লকডাউন উঠে যাওয়ার কথা ছিল 4 এপ্রিল তবে বর্তমান পরিস্থিতির নিরিখে লকডাউন এর সময়সীমা বাড়িয়ে করা হয় 31 শে এপ্রিল পর্যন্ত। কিন্তু পরিস্থিতি এখনও অব্দি এতটাই জটিল যে ফের লকডাউন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফ থেকে। জানা যাচ্ছে, ২১ শে মে পর্যন্ত চলতে পারে লকডাউন।

lockdown 2

লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় আটকে গিয়েছে পরিযায়ী শ্রমিকরা। সে কারণেই বাড়ি ফিরতে পারছে না প্রচুর মানুষ। কিন্তু মায়ের সাথে সন্তানের ভালোবাসার টান সব করতে পারে।সে কারণেই মায়ের অসুস্থতার খবর পেয়ে লকডাউনের তোয়াক্কা না করে সাইকেলে করে 1400 কিমি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরলেন ছেলে।

পেশায় নাট্য অভিনেতা সঞ্জয় রামফল জানান, মুম্বাইতে একটি সিনেমায় অডিশন দিতে যান তিনি। কিন্তু হঠাৎ করেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারেনি সে। এর মাঝেই তিনি খবর পান, গুরুতর অসুস্থ তার মা সে কারণে লকডাউন এর তোয়াক্কা না করেই পুরনো একটি সাইকেল নিয়ে 1400 কিমি পথ পাড়ি দেন ছেলে। মায়ের জন্য এই ভালবাসার প্রতিদান দেখে ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর