দীপাবলির আগে তীব্র আতঙ্ক! ফের ভূমিকম্পে কেঁপে উঠল এই রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: আবারও ভূমিকম্প (Earthquake)! এবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi)। শনিবার দুপুর ৩টে ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ছিল ২.৬।

যদিও আগের থেকে এবারের কম্পনের মাত্রা অনেকটাই কম। কিন্তু একই সপ্তাহের পর পর তিনবার কেঁপে উঠল দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর জেলার ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম পরিমাণে কম্পন হওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কোনও হতাহতের খবর মেলেনি। ভূমিকম্পের প্রভাবে কিছু ভেঙে পড়েনি বলেই খবর। তবে এদিনও তীব্র আতঙ্ক ছড়ায়। উৎসবের মরসুমে দিওয়ালির (Diwali) কারণে সেজে উঠেছে গোটা দিল্লি। আর তার মধ্যেই এই ভূমিকম্পে রীতিমতো শঙ্কিত সাধারণ মানুষ।

   

উল্লেখ্য, দিন কয়েক আগেই রাত ১১ টা ৪০ মিনিট নাগাদও দিল্লি-সহ পশ্চিমবঙ্গে (West Bengal) ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের উৎস স্থল ছিল নেপাল। সেই ভূমিকম্পে নেপালে (Nepal) ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দেড়শো জনেরও বেশি লোকের। প্রচুর ঘর-বাড়ি ভেঙে পড়ে।

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ভূমিকম্প অঞ্চলের মানচিত্রে জোন-৪-এ রয়েছে দিল্লি এবং এনসিআর। এই অঞ্চলকে ভূমিকম্পপ্রবণ বলে ধরা হয়। ফলে সারা বছরই সেখানে আতঙ্ক থাকে।

বিশেষজ্ঞরা দাবি করছেন, ভারতে (India) আগামী দিনে ভয়ানক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। কারণ, হিমালয়ের নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে। যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষ শুরু হয়েছে। টেকটনিক প্লেটদের সংসারে লাগাতার অশান্তির কারণে দিল্লি বা উত্তর-পশ্চিম ভারত শুধু নয়, গোটা দেশেই ভয়ানক ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর