ভূমিকম্পঃ ২৪ ঘন্টায় দুবার কেঁপে উঠল রাজধানী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এই মুহুর্তে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। দেশের ১৩০ কোটি মানুষের অধিকাংশ গৃহবন্দী। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া আর সব কিছু বন্ধ দেশ জুড়ে। এই পরিস্থিতিতে ২৪ ঘন্টায় ২ বার কেঁপে উঠল দিল্লি। সোমবার দিল্লির ২.৭ মাত্রার ভূমিকম্পের অনুভব করা গেছে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ২৪ ঘন্টারও কম সময়ে জাতীয় রাজধানী অঞ্চলে দ্বিতীয় ভূমিকম্প হলেও কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। রবিবারও রাজধানীতে ৩.৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভব করা গিয়েছিল।


কয়েকদিন আগেই, একই দিনে ১২ ঘন্টারও কম ব্যাবধানে কম্পন অনুভব করা গেল সিকিম ও পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও সংলগ্ন জেলাগুলোতে। বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভুত হয়। কম্পন ধরা পড়ে পার্শ্ববর্তী আসানসোল রানিগঞ্জের বিভিন্ন এলাকাতেও। জানা যাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৪.১। মাটি থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। কম্পন মৃদু হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীকে। একই দিনে ১ টা ৩৩ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্য সিকিম। তবে তার তীব্রতা ছিল বাঁকুড়ার তুলনায় অনেকটাই কম, মাত্র ৩.২। ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে ফলে কম্পন অনুভূত হয়েছিল ভালই। যদিও কোনরকম ক্ষয়ক্ষতির হয়নি বলেই খবর।

   

তার আগের সপ্তাহেই গভীর রাতে আসামে (আসাম) ভূমিকম্পের কম্পন অনুভূত হল। গুয়াহাটি সহ রাজ্যের অনেক শহরে এই কম্পন অনুভব করা গেছে । এর আগে জম্মু ও কাশ্মীরেও একটি কম তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর তীব্রতা 4 পরিমাপ করা হয়েছিল।

সম্পর্কিত খবর