মহমেডান মাঠে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের ঝামেলা! ঢিলের আঘাতে আক্রান্ত সাংবাদিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানেই সেখানে উত্তেজনার আঁচ থাকবে সমর্থকদের মধ্যে। অতীতে একাধিকবার দুই দলের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়েছেন দুই দলের সমর্থকরা। সামনেই রয়েছে আরেকটি কলকাতা ডার্বি যেখানে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচের আগেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে এবার হাতাহাতি বাঁধলো একটি হকি ম্যাচকে কেন্দ্র করে।

কলকাতা হকি লিগের ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কোনওরকম বিক্ষোভ এড়াতে নিরপেক্ষ মাঠ হিসেবে মহামেডান মাঠে এই ম্যাচের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। দুই দশকের বেশি সময়ের পরে দুই দল হকি লিগে একে অপরের মুখোমুখি হয়েছিল। ফলে দুই ক্লাবের সমর্থকদের অনেকেই উপস্থিত ছিলেন নিজ নিজ দলকে সমর্থন জানাতে। কিন্তু এই ম্যাচেও উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে এবং সেটি গড়ায় হাতাহাতি পর্যন্ত।

আজ ম্যাচের মাঝের বিরতির সময় দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল বিশৃঙ্খলা দেখা যায়। ইঁট, কাঠ, চেয়ার, টেবিল উড়তে থাকে মাঠের মধ্যে। এই ঘটনার ছেড়ে আহত হন এক সাংবাদিকও। তাকে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে গিয়ে দ্রুত কিছু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে বিশৃঙ্খলা পুরোপুরি না থামলে তারা আর মাঠে নামবে না।

এই ঘটনা ঘটার আগে ম্যাচে এগিয়ে ছিল মোহনবাগান। তারপরে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এমন দাবি আসায় ফের ক্ষুব্ধ হয়ে পড়েন সমর্থকরা। এমনকি ইস্টবেঙ্গল হেরে যাচ্ছে বলেই আর মাঠে নামতে চাইছে না এমন দাবিও করেছেন কয়েকজন সবুজ মেরুণ সমর্থক। অবশ্য দুই দলেরই কিছু সমর্থক দাবি করেছেন যে এই ঘটনাটি অফিসিয়ালদের তরফ থেকে ইচ্ছা করে ঘটানো হয়েছে যাতে এই মরশুমে ফাঁকা গ্যালারিতে আয়োজিত হওয়া ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান ম্যাচগুলির মতো অবস্থা আসন্ন ডার্বির সময় দেখা না যায়। উত্তেজনার টানে মরিয়া হয়ে সমর্থকরা যেন মাঠে আসেন সেটা নিশ্চিত করাই ছিল তাদের উদ্দেশ্য।

জানা গিয়েছে যে ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উদ্দেশ্য করে মোহনবাগান সমর্থকদের তরফ থেকে বিরূপ মন্তব্য উড়ে আসতে শুরু করেছিল। দু বছর আগের আয়োজিত না হওয়া ডার্বির টাকা ফেরত চেয়ে সবুজ মেরুন সমর্থকরা ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলতে শুরু করায় ঝামেলা শুরু হয়েছিল বলে খবর। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা প্রাথমিকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। পরে তারা গ্যালারি দর্শকশূন্য করে দেয়। এরপরে আদেও এই ম্যাচটির রিপ্লে হবে কিনা সেই নিয়ে পরিষ্কার করে কোনও খবর পাওয়া যায়নি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর