ইস্টবেঙ্গলে নিশ্চিত অ্যালেক্স লিমা, ঘানার এক দুর্দান্ত ফরোয়ার্ডকেও দলে নেওয়ার চেষ্টায় লাল-হলুদ ম্যানেজমেন্ট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার সমস্যা কিভাবে কাটবে তা নিয়ে শেষ কয়েকদিন ধরে নানান জল্পনা চলছিল। বেশ কিছুদিন আগেই স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজের প্রি-এগ্রিমেন্ট করে রেখেছিল ইস্টবেঙ্গল। তবে মাঝে আর কোনও বিদেশি সংক্রান্ত আপডেট না আসায় ইস্টবেঙ্গল ভক্তদের মধ্যে চিন্তা বেড়েছিল। কিন্তু সেই সব দুশ্চিন্তা সরিয়ে একের পর এক আপডেট আসতে শুরু করেছে শুক্রবার রাত থেকে।

   

আইএসএলে খেলার অভিজ্ঞতা থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমার ইস্টবেঙ্গলে যোগ দেওয়া একরকমের পাকা। এর আগে বছর ৩৩-এর এই মাঝমাঠের কান্ডারি জামসেদপুর এফসির হয়ে নিজের জাত চিনিয়েছেন। গত মরশুমে ওয়েন কোলের দলের হয়ে তিনি ২২টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। মিডফিল্ডার হওয়া সত্ত্বেও এরমধ্যে তিনি ১টি গোলের পাশাপাশি করেছেন ৪টি এসিস্ট।

লিমা নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সেখানে শিকাগো ফায়ার ও হিউস্টন ডায়নামোর হয়ে বহু ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এরপর মেজর লিগ ছেড়ে তিনি কোরিয়ার দ্বিতীয় ডিভিশনে সুওন এফসির হয়ে এবং পরে সুইটজারল্যান্ডের চ্যালেঞ্জ লিগে এফসি ওহলেন ও এফসি গোসাউয়ের হয়ে মাঠে নেমেছেন। ভারতে পা দেওয়ার আগে তিনি ভিয়েতনামের লিগেও খেলে এসেছেন।

ইতিমধ্যে জানা গেছে যে আগামী সপ্তাহের ১৭ ই আগস্ট ইভান গঞ্জালেস পৌঁছে যাচ্ছেন কলকাতায়। চুক্তিপত্র সই করে কনস্ট্যানটাইনদের সাথে অনুশীলনের যোগ দেবেন তিনি। এছাড়াও সাইপ্রাসের এক ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কথা চালাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। অফার পছন্দ হলে তিনিও আগামী সপ্তাহে চলে আসবেন কলকাতায়। তার সাথে সাথে জানতে পারা গেছে যে ঘানার এক ফরোয়ার্ডকে দলে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর