টাইমলাইনফুটবলখেলা

হার যেন ইস্টবেঙ্গলের অভ্যাস! মহেশের চেষ্টা এফসি গোয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হারলো লাল হলুদ ব্রিগেড  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সরস্বতী পুজো হোক বা প্রজাতন্ত্র দিবস, ইস্টবেঙ্গল রয়ে গেল ইস্টবেঙ্গলই। আজ এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে মরশুমের ১৫ তম ম্যাচ খেলতে নেমেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। কিন্তু আজও পরিস্থিতি থেকে গেল একই রকম। ইস্টবেঙ্গলকে চরম লজ্জার হাত থেকে বাঁচালেন প্রতিভাবান মিডফিল্ডার নাওরেম মহেশ সিং।

আজ ম্যাচের ১১ থেকে ২৩ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছিলেন এফসি গোয়ার স্প্যানিশ স্ট্রাইকার ইকের গুয়ারোটেক্সনা। চলতি মৌসুমে এই নিয়ে ১০টি গোল করা হয়ে গেল তার। ইস্টবেঙ্গল ডিফেন্স বরাবরে মতোই ছন্নছাড়া। ইভান গঞ্জালেজ অত্যন্ত বেশি অফফর্মে। নিজের পুরোনো দলের বিরুদ্ধে যেন তাকে আজ আরও ফিকে দেখিয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্রেন্ডন ফার্নান্দেজ গোল করে ইস্টবেঙ্গল শিবিরে আরো একটি আঘাত হানেন। কিন্তু এরপরও নাওরেম মহেশ সিংয়ের জোড়া অ্যাসিস্ট থেকে গোল করেন ভিপি সুহের এবং সার্থক গলুই। কিন্তু সেটা হার বাঁচানোর পক্ষে যথেষ্ট ছিল না। ইস্টবেঙ্গলের তারকা ফরোয়ার্ড ক্লিয়েটন সিলভা আজ গোল পাননি এবং সর্বোচ্চ গোলদাতাদের দৌড়েও পিছিয়ে পড়েছেন।

এই মুহূর্তে পনেরো ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। আজ তাদের উপর থেকে ট্রান্সফার ব্যান উঠে গিয়েছে। চাইলেই তারা এখন ফুটবলার সই করাতে পারে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে খুব ভালো ফুটবল খেলেও ইস্টবেঙ্গল শুধুমাত্র নিজেদের ৯ নম্বর পজিশনটা নিশ্চিত করা ছাড়া কিছু করতে পারবে না।।

 

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker