এবার অ্যাওয়ে ম্যাচেও হতাশ করলো ইস্টবেঙ্গল! হায়দরাবাদের বিরুদ্ধে বড় হার লাল হলুদ ব্রিগেডের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজকের ম্যাচের জন্য খুব সম্ভবত এটিকে মোহনবাগানের সমর্থক করাও তাদের পড়শীদের জয় প্রত্যাশা করেছিলেন। সে ক্ষেত্রে টেবিলের টপ ২ স্থানে নিজেদের অবস্থান পাকা করতে সুবিধা হতো সবুজ মেরুন শিবিরের। কিন্তু তেমনটা হলো না। ইস্টবেঙ্গলের এবারের অ্যাওয়ে ম্যাচের রেকর্ড যথেষ্টই প্রশংসাযোগ্য ছিল। হায়দ্রাবাদ এফ সির বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে সুযোগও পেয়েছিল তারা। কিন্তু আরো একবার গোলকিপিং এর ভুলে হতাশার হারই সঙ্গী হলো লাল হলুদ সমর্থকদের।

নিজেদের ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেডকে ২-০ ফলে হারিয়ে আইএসএল ২০২২/২৩-এর পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানে চলে এল হায়দরাবাদ এফ সি। হায়দরাবাদের হয়ে প্রথমার্ধে বিশ্বমানের একটি গোল করেন লিড এনে দিয়েছিলেন ইয়াসির। এরপর দলকে সমতায় ফেরানোর সুবর্ন সুযোগ পেয়েও নষ্ট করেছিলেন ক্লিয়েটন সিলভা।

   

দ্বিতীয়ার্ধে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন পরিবর্তক হিসেবে নামা হায়দরাবাদের স্প্যানিশ বিদেশি সিভেরিও। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে এই জয় হায়দারাবাদকে বেশ কিছুটা স্বস্তি রাখবে। বেঙ্গালুরু এই মুহূর্তে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে।

আজকের ম্যাচে হারের ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ৮ নম্বরে রয়ে গেল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ লিগ টেবিল এর দুই নম্বরে থাকা মুম্বাই সিটি এফসি। তবে আজকের পারফরম্যান্সের পরে সমর্থকরা খুব বেশি আশা রাখছেন না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর