কাল অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের, ১৩ ফুটবলারের নাম ঘোষণা ক্লাবের, কাল আসছেন কনস্ট্যানটাইন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামের চুক্তি সম্পন্ন হয়েছে। দুই গোষ্ঠীর মিলে নতুন যে কোম্পানি তৈরি করছে তার ৭৭ শতাংশ শেয়ার থাকবে ইমামির হাতে এবং ২৩ শতাংশ থাকছে ইস্টবেঙ্গলের হাতে। সই পর্ব সম্পন্ন হওয়ার কিছু আগে থেকেই দল গঠনের কাজে কোমর বেঁধে নেমে পড়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই বেশকিছু ভালো মানের ফুটবলারের সঙ্গে কথা বলেছে তারা। বেশকিছু তারকা ফুটবলার দলে ইতিমধ্যে যোগ দিয়েছেন এবং আরও কয়েকজনের সঙ্গে কথা চলছে। বিনো জর্জের তত্ত্বাবধানে নেতৃত্বে কাল বিকেল থেকে ইস্টবেঙ্গলের প্রাক-মরশুম অনুশীলন পর্ব শুরু হবে।

   

কাল ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হওয়ার আগে বৃহস্পতিবার সকালেই শহরে পৌঁছে যাবেন ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন। দুবাই থেকে ফ্লাইটে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রাক্তন ভারতীয় কোচ। তবে তিনি বিনো জর্জের তত্ত্বাবধানে শুরু হতে চলা মরশুমের প্রথম অনুশীলনে উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। ২২শে আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মরশুম এবং ডুরান্ড কাপে যাত্রা শুরু করবে ইস্টবেঙ্গল।

ইতিমধ্যেই ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে ১৩ ফুটবলারের একটা প্রাথমিক লিস্ট প্রকাশ করা হয়েছে। মধ্যে অমরিন্দর, ঋত্বিক দাস, চিংগালসানার মত কিছু ফুটবলারের সঙ্গে কথা আচড়াচ্ছে ইস্টবেঙ্গল এমনটাই খবর পাওয়া গিয়েছে। ভিপি সুহেরের নর্থইস্ট ছেড়ে ইস্টবেঙ্গলে সই করা প্রায় নিশ্চিত। আরও কয়েক দিনের মধ্যে ইস্টবেঙ্গলের চূড়ান্ত স্কোয়াড সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে।

ইমামী ইস্টবেঙ্গল পক্ষ থেকে অফিসিয়াল ভাবে প্রকাশিত ফুটবলারদের নাম:

• পবন কুমার
• সার্থক গলুই
• অঙ্কিত মুখার্জি
• প্রীতম সিং
• জেরি
• অনিকেত যাদব
• সৌভিক চক্রবর্তী
• মোবাসীর রহমান
• ভিপি সুহের
• অমরজিত সিং
• মহম্মদ রাকিপ
• আঙুসানা লুয়াং
• নাওরেম মহেশ সিং

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর