২৬ বছরের পুরনো স্মৃতি ফেরালো ইস্টবেঙ্গলের নতুন জার্সি, থার্ড কিট নীল-সাদা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হল ইস্টবেঙ্গলের আসন্ন আইএসএলের জার্সি। আজ চতুর্থীর দিন কসবা রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো প্যান্ডেলে ইস্টবেঙ্গলের হোম, অ্যাওয়ে এবং থার্ড কিটটি সকলের সামনে আনা হয়। ইস্টবেঙ্গল ডুরান্ড খেলার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই জার্সিটা ছিল তাদের টেম্পোরারি জার্সি। ডুরান্ডের ওই জার্সিতে হলুদের পরিমাণ কম ছিল। তাই ইস্টবেঙ্গল সর্মথকরা আইএসএলের জার্সি কেমন হয় তা জানতে বেশ আগ্রহী ছিলেন।

   

আজ কসবায় ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনষ্টানটাইনের সাথে সাথে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ক্লিয়েটন সিলভা এবং এই মরশুমে দলে আসা ভিপি সুহের ও সৌভিক চক্রবর্তী জার্সি প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিমন্ত্রণ করা হয়েছিল লাল-হলুদ ক্লাবের প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্যকেও।

ইস্টবেঙ্গলের হোম জার্সিটি ১৯৯৬ সালের ইস্টবেঙ্গল চার্চিল আদলে তৈরি করা হয়েছে যেখানে লাল এবং হলুদ রং একসাথে মিশেছে একটু তেরচা ভাবে। ২৬ বছর আগে সেই সময় লাল-হলুদ ক্লাবের স্পন্সর ছিল ইমামি। তবে এবারে জার্সির ওপর ইমামির নাম সবচেয়ে বড় আকারে নেই। ২৬ বছর আগে ইমামি ছিল স্পনসর। আর এখন ইমামি ইস্টবেঙ্গলের ইনভেস্টর। ইস্টবেঙ্গলের আসন্ন আইএসএল মরশুমের মূল স্পন্সর 1xbat Sporting Lines-এর নাম জার্সিতে সবার ওপরে জ্বলজ্বল করছে।

এছাড়া ইস্টবেঙ্গলের অ্যাওয়ে কিটটি করা হয়েছে সম্পূর্ণ সাদা রঙের। জার্সিটির গলার এবং হাতার কাছে থাকছে লাল-হলুদের ছোঁয়া। থার্ড কিট আকাশী নীল রঙের এবং প্যান্টটি সাদা।

ইস্টবেঙ্গলের আইএসএল সূচি:
৭ই অক্টোবর ২০২২: কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১২ই অক্টোবর ২০২২: ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০)
২০শে অক্টোবর ২০২২: নর্থইস্ট ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৯শে অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৪ঠা নভেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (সন্ধ্যা ৭.৩০)
১১ই নভেম্বর ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৮ই নভেম্বর ২০২২: ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৭শে নভেম্বর ২০২২: জামশেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৯ই ডিসেম্বর ২০২২: হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৬ই ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (সন্ধ্যা ৭.৩০)
৩০শে ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা ৭.৩০)
৭ই জানুয়ারি ২০২৩: ওড়িশা বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৩ই জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম জামেশেদপুর এফসি (সন্ধ্যা ৭.৩০)
২০শে জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০)
২৬শে জানুয়ারি ২০২৩: এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৩রা ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (সন্ধ্যা ৭.৩০)
৮ই ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (সন্ধ্যা ৭.৩০)
১২ই ফেব্রুয়ারি ২০২৩: চেন্নাইয়িন এফসি এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৯শে ফেব্রুয়ারি ২০২৩: মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৫শে ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর