সুপার কাপের আগে হাড্ডাহাড্ডি ম্যাচে মহামেডানকে হারালো ইস্টবেঙ্গল! বড় পরীক্ষা যুব ও মহিলা দলের সামনেও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইএসএলের (ISL 2022/23) খারাপ ফল এখন অতীত। এখন ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবলারদের পাখির চোখ হলো সুপার কাপ (Super Cup)। ৯ই এপ্রিল থেকে আরম্ভ হতে চলা এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে সমর্থকদের খুশি করাই লক্ষ্য ইস্টবেঙ্গল কোচ ও ফুটবলারদের। আসন্ন মরশুমে কোচ বদল হবে সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। বেশ কিছু ফুটবলারকেও রিলিজ দিয়ে দেবে ক্লাব। এই কথা শুনে স্টিফেন কনস্ট‍্যানটাইন বা ওই ফুটবলের দের অভিমান হয়েছে কিনা সে সম্পর্কে কোনও খবর পাওয়া যায়নি। তবে নিজেদের যোগ্যতা প্রমাণ করার একটা বড় সুযোগ তারা পাবেন সুপার কাপে।

ওই টুর্নামেন্টের প্রস্ততি স্বরূপ আজ মহামেডানের (Mohammedan FC) বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল লাল হলুদ ছবি। ব্রিটিশ ফরোয়ার্ড জ্যাক জার্ভিসের গোলে এগিয়ে গিয়েও প্রথমার্ধের শেষে নিজেদের রক্ষণের মারাত্মক কিছু ভুলে ৩-২ ফলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা আর গোল খায়নি। হিমাংশুর গোল এবং ক্লিয়েটনের পেনাল্টিতে ম্যাচটি ৪-৩ ফলে জিতে নেয় তারা। কিছুটা হলেও শাস্তি দেবে ইস্টবেঙ্গল সমর্থকদের। লাল হলুদ ক্লাবের হয়ে প্রথমার্ধে বাকি গোলটা করেছিলেন চুনগুঙ্গা।

এই নিয়ে গত দুদিনে দ্বিতীয়বার মহামেডানকে হারালো ইস্টবেঙ্গল। গতকাল রিল‍্যায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খেলায় ব্যারাকপুর স্টেডিয়ামে মহামেডান যুবদলকে হারিয়েছিল ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা। গোল করেছিলেন নাসিব রহমান এবং আমান। গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করে ফেলেছে তারা।

youth eb

অপরদিকে গত মাসে কন্যাশ্রী কাব জয়ের পর এবার জাতীয় মহিলা লিগে খেলতে চলেছে ইস্টবেঙ্গলের মহিলা দল। ১৬ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল। রাজ্যস্তরের প্রতিযোগিতায় দুর্দান্তভাবে সফল হওয়ার পর এবার ইস্টবেঙ্গলের সামনে দায়িত্ব রয়েছে জাতীয় স্তরের মহিলা ফুটবলে লাল হলুদ পতাকার সম্মান রক্ষা করা।

৮টি করে দলকে নিয়ে তৈরি দুটি গ্রুপের মধ্যে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে প্রথমে খেলা হবে। তারপর দুটি গ্রুপেই যে চারটি দল শীর্ষস্থানে থাকবে তারা পরের মরশুমে এই জাতীয় লিগে খেলার যোগ্যতা সরাসরি অর্জন করবে। তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে দিয়ে বিজয়ী বেছে নেওয়া হবে। ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে গোকুলাম কেরালা, মাতা রুক্মিণী দেবী এফসি, হপস এফসি, মিসাকা ইউনাইটেড, কাহানী এফসি, স্পোর্টস ওড়িশা এবং মুম্বাই নাইটস। আগামী মাস অর্থাৎ এপ্রিলের ২৪ তারিখ থেকে আরম্ভ হবে এই প্রতিযোগিতা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর