কোয়েসের সাথে বিচ্ছেদ হয়ে গেল ইস্টবেঙ্গলের! লাল হলুদের পরবর্তী ইনভেস্টর কে?

ইতিমধ্যে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান আগামী মরশুমে নিজেদের আইএসএল খেলা নিশ্চিত করে ফেলেছে। অপরদিকে এখনো পর্যন্ত আইএসএল খেলার ব্যাপারে কোনো রকম নিশ্চয়তা দিতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন নতুন মরশুমে কি তাদের দল আইএসএল খেলতে পারবে? যদিও এখনো পর্যন্ত নতুন মরশুমের জন্য বিড ওপেন করে নি এফএসডিএল। সেই কারণে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার আসা এখনও ফুরিয়ে যায়নি।

আর এরই মধ্যে ইস্টবেঙ্গলের ইনভেস্টর কোয়েসের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের। অপরদিকে ইনভেস্টর ছাড়া আইএসএল খেলা কার্যত অসম্ভব কারণ আইএসএল খেলতে গেলে যে কোন ক্লাবের প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাই স্বাভাবিক ভাবেই কোয়েসের সাথে সম্পর্ক ছিন্ন করে চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের কপালে।

2302613066e51e93aeaa5bb778b5be37917f2ec1b4b89a235292a4189542a46d911de57b8

যেহেতু ইনভেস্টর ছাড়া আইএসএল খেলা কার্যত অসম্ভব সেই কারণে ইস্টবেঙ্গলের পরবর্তী ইনভেস্টর কে হচ্ছেন সেই নিয়ে এখন প্রশ্ন ঘোরাফেরা করছে ময়দানে বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে শোনা গিয়েছে দেশের নামি সংস্থা FMCG  এর সাথে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কথাবার্তা অনেকদূর এগিয়ে গিয়েছে এবং তারাই ইস্টবেঙ্গলে পরবর্তী ইনভেস্টর হতে চলেছে। যদিও পুরো ব্যাপারটি এখনো পর্যন্ত গোপন রেখেছেন ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর