টাইমলাইনপশ্চিমবঙ্গ

এক ট্রেনেই বাঁকুড়া থেকে হাওড়া, সময়ও কমবে অনেক! জুড়ে যাচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল লাইন

বাংলাহান্ট ডেস্ক : বড় সুখবর আসছে বাঁকুড়ার (Bankura) মানুষদের জন্য। বাঁকুড়া থেকে হাওড়া (Howrah) এবার সরাসরি যুক্ত হতে চলেছে রেললাইনে। জানা গিয়েছে, এবার থেকে বাঁকুড়ার মানুষ সরাসরি ট্রেনে করে আসতে পারবেন হাওড়া। খুব শীঘ্রই বাঁকুড়ার মানুষের এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।

বাঁকুড়া থেকে হাওড়া আসতে হলে এতদিন পর্যন্ত খড়্গপুর হয়ে আসতে হত। এর কারণ দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত রেললাইন থাকলেও হাওড়া পর্যন্ত তা ছিল না। অপরদিকে, পূর্ব রেলের মশাগ্রাম স্টেশন রয়েছে হাওড়া বর্ধমান লাইনে।

জানা গিয়েছে, পূর্ব রেল (Eastern Railway) এবং দক্ষিণ পূর্ব রেলের (South Eastern railway) এই মশাগ্রামে লাইন অথবা স্টেশন থাকলেও এতদিন এদের মধ্যে কোন সংযুক্তি ছিল না। রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার এই দুই লাইনকে সংযুক্ত করা হবে। এর ফলে বাঁকুড়া থেকে যে কোনও ট্রেন মশাগ্রাম থেকে সরাসরি চলে আসতে পারবে হাওড়ায়।

 

Railway track

সূত্রের খবর, এই সম্পূর্ণ কাজটি করবে পূর্ব রেল। এরই সাথে ১০ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই লাইন সংযুক্তি কাজের জন্য খরচ হতে পারে ৩৯ কোটি টাকা। সব মিলিয়ে, সুখবর আসছে বঙ্গবাসীর জন্য। নয়া রেলপথ চালু হলে বাঁকুড়া সফর যে আরোও আরামদায়ক হবে একথা বলাই বাহুল্য।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker