কয়লা পাচার কান্ডে সক্রিয় ইডি, তলব করা হল রাজ্যের ৭ আইপিএস অফিসারকে

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কান্ড (Coal scam) ছিল গত বিধানসভা নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে শানান বিরোধীদের প্রধান অস্ত্রের একটি। অনুপ মাঝি ওরফে লালা থেকে শুরু করে বিনয় মিশ্র অবধি একাধিক নাম বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। এমনকি এই কান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) স্ত্রীকেও। তবে এখনও পর্যন্ত পাকাপোক্তভাবে কোন রিপোর্ট দিতে পারেনি সিবিআই। এবার এই কান্ডের সক্রিয় হয়ে উঠলো ইডিও (ED)।

জানা গিয়েছে, এ বিষয়ে রাজ্যের একাধিক আইপিএস অফিসারকে জুলাই আগস্ট মাসের মধ্যেই জেরা করতে চলেছে তারা। যে সাতজন আইপিএস অফিসারের নাম রয়েছে তাদের মধ্যে কোটেশ্বর রাওকে ডাকা হয়েছে ২৬ জুলাই, এস সেলভা মুরুগানকে ডাকা হয়েছে ২৮ জুলাই। এছাড়া ৩০ জুলাই এবং ২ আগস্ট যথাক্রমে শ্যাম সিংহ এবং রাজীব মিশ্রকে তলব করেছে ই ডি। ৫ এবং ৬ আগস্ট ডাক পেয়েছেন জ্ঞানবন্ত সিংহ এবং তথাগত বসু। এখন এদের জেরা করে নতুন কি তথ্য উঠে আসে ইডির হাতে দিকেই নজর থাকবে সকলের।

তবে কয়লা থেকে গরু কিম্বা বালি পাচার কান্ড বারবার যে অস্বস্তি বাড়িয়েছে রাজ্য সরকারের তা বলাই বাহুল্য। বিশেষত এই ঘটনায় তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর যোগ মেলায় আরও অস্বস্তিতে পড়েছে শাসক দল। ইতিমধ্যেই বিনয়ের ভাইকে জেলে হেপাজতে নিয়েছে সিবিআই। যদিও আপাতত জামিনে মুক্ত তিনি। বিরোধীরা বরাবরই অভিযোগ করে এসেছে, বড় কোন হাত না থাকলে ভিন রাজ্যে কয়লা পাচারের এধরনের চক্রের এত বাড়বাড়ন্ত হতো না।

অনেকের দাবি, এই কয়লা পাচারের টাকা পৌঁছে যেত তৃণমূলের উপর মহলেও। যদিও সিবিআইয়ের হাতে এখনও তেমন কোনো বড় প্রমাণ আসেনি। তবে গত মাসেও ফের একবার অনুপ মাঝির বাড়িতে হানা দেয় সিবিআই। সব মিলিয়ে আইপিএস অফিসারদের জেরা এই তদন্তে যে নতুন মাত্রা যোগ করল এ নিয়ে কোন সন্দেহ নেই। এখন এর ফল কি দাঁড়ায় তার উত্তর দেবে সময়ই।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর