দুর্নীতির বিরুদ্ধে বড় অ্যাকশন ED-র, চারিদিকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত ৭৬ কোটির সম্পত্তি

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই দিল্লিতে দাপিয়ে বেড়াচ্ছে ইডি (ED)। কেজরিওয়াল সরকারের বিতর্কিত আবগারি নীতিতে (New Excise Policy) অভিযুক্তদের কাছ থেকে ৭৬ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা। জানা যাচ্ছে, বাজেয়াপ্ত হওয়া এই সম্পত্তি দিল্লি, মুম্বাই, গুরুগ্রাম এবং হায়দরাবাদে রয়েছে। ইডি সূত্রে খবর, যে সমপ্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে সমীর মহেন্দ্রু এবং গীতা মহেন্দ্রুর বাসস্থানও রয়েছে। যার অর্থমূল্য আনুমানিক ৩৫ কোটি টাকা।

ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, অভিযুক্ত অমিত আরোড়ার প্রায় ৭.৪৫ কোটি টাকার সম্পত্তিও রয়েছে। অভিযুক্ত বিজয় নায়ারের সম্পত্তির পরিমাণ প্রায় পৌনে দু কোটি টাকা। অভিযুক্ত দিনেশ আরোড়ার প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও একাধিক অভিযুক্তর বহুমূল্যের বিলাসবহুল গাড়িরও হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক। এর পাশাপাশি নগদ ১০ কোটি টাকারও হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে।

ed

দিল্লির আবগারি মামলায় ইডি দাবি করেছে দুর্নীতির জেরে সরকারি টাকার প্রায় ২৪৭৩ কোটি টাকা ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, এই সমস্ত অবৈধ সম্পত্তির খোঁজ মিলেছে হাওলা আইনের মাধ্যমে। এই সম্পত্তির হদিশ পেতে দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ এবং দেশের আরও একাধিক শহরে তল্লাশি চালিয়েছে ইডি। প্রাথমিক ভাবে এই হিসাবের বাইরের সম্পত্তিগুলিকে যুক্ত করে মামলা চালানো হবে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, আবগারি মামলায় এখনও পর্যন্ত, বিজয় নায়ার, সমীর মহেন্দ্রু, অমিত আরোড়া, বিনয় বাবু এবং অভিষেক বিয়নপল্লীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় এখনও পর্যন্ত ২ টি চার্জশিট আদালতে পেশ করেছে ইডি। তদন্ত এখনও চলছে। প্রসঙ্গত, এই মামলায় দিল্লির আপ সরকার একাধিক কর্তাব্যক্তির নাম সামনে আসছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর