ফের তলব! কয়লাকাণ্ডে ইডির সামনে হাজিরা দিতে হবে অভিষেককে

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে ফের তলব করল ইডি। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

একুশের নির্বাচন মিটে যাওয়ার পর সেপ্টেম্বর মাসেই প্রথমবার কয়লা কাণ্ডে তলব করা হয়েছিল অভিষেককে। সেবার তিনি দিল্লিতে গিয়ে ইডির সামনে হাজিরও হয়েছিলেন। প্রায় ৯ ঘণ্টা কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ চালিয়েছিল তৃণমূলের সাংসদকে।

প্রথমবার ইদির দফতরে হাজিরা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, ১০ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি ফাঁসিকাঠে ঝুলে যাবেন। এরপর ইডির জেরা সেরে বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে অভিষেক বলেছিলেন, বিজেপির কমপক্ষে ২৫ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে। তাঁরা খুব শীঘ্রই দলে যোগ দেবে।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও তলব করা হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। তবে তিনি করোনার মধ্যে বাচ্চাদের নিয়ে দিল্লিতে যেতে পারবেন না বলে জানিয়ে দেন। তিনি এও জানান যে, ইডির কর্তারা চাইলে ওনাকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। শোনা যাচ্ছে যে, অভিষেকের পর রুজিরাকেও ফের তলব করতে পারে ইডি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর