দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেষ্টের উত্তেজনাকে ছাপিয়ে গেল বিরাটের মানবিক রূপ।

এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি সাথে তুলনা করা যায় এমন ব্যাটসম্যান মেলা অসম্ভব। বর্তমান ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ক্রিকেট মাঠে যখন তিনি নামেন তখন তার বেশ কিছু আচরণ নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। অনেকেই মনে করেন যে প্রয়োজনের তুলনায় একটু বেশি রিয়াক্ট করতে দেখা যায় বিরাট কোহলিকে। অর্থাৎ তিনি একটু বেশি আক্রমণাত্মক, কিন্তু যদি মানবাধিকতার কথা বলা হয় তাহলে সবাইকে পিছনে ফেলে তালিকার শীর্ষে থাকবেন বিরাট কোহলি। ফের বিরাটের মানবিকতার পরিচয় পাওয়া গেল কলকাতা ইডেন গার্ডেন্সে দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচে।

দেশের মাটিতে যখন প্রথম টেস্ট ম্যাচ চলছে ভারত-বাংলাদেশের মধ্যে সেই সময় নতুন ভাবে ভারত অধিনায়ক বিরাট কোহলি কে চিনল ক্রিকেট বিশ্ব। তিনি প্রমাণ করে দিলেন যে একজন খেলোয়াড়ের সবকিছুর উর্দ্ধে থাকে স্পোর্টসম্যান স্পিরিট। আর যদি স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলা হয় তাহলে বিরাট কোহলি সবার শীর্ষে থাকবেন। আর বিরাট কোহলির এই মানবিক রূপ দেখেই এক অন্য বিরাট কোহলি কে চিনলো কলকাতার ইডেন গার্ডেন্স।

এইদিন বাংলাদেশের ইনিংসের 21 তম ওভারে মহম্মদ সামির একটি দ্রুতগতির বল সরাসরি গিয়ে লাগে বাংলাদেশী ব্যাটসম্যান লিটন দাসের মাথায়। বলের গতি এবং বাউন্স এতটাই মারাত্মক ছিল যে মাথা সরানোর সময় পায়নি লিটন। এর ফলে কিছুটা অসুস্থ হয়ে পড়ে তিনি, রিটার্ড হার্ড নিয়ে পরের ওভারেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হয়। সেই সময় বাংলাদেশি ফিজিও লিটনের প্রাথমিক চিকিৎসা করছিলেন। তারপর ফের সামির দ্রুত গতির বলে আহত হন বাংলাদেশের অপর এক ব্যাটসম্যান নঈম।

সেই সময় নাঈমের দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু আম্পায়ার বাংলাদেশের ফিজিও কে ডেকেও তার দেখা পাচ্ছিলেন না কারণ তিনি সেই সময় লিটন দাসের চিকিৎসার ব্যস্ত ছিলেন। এমন সময় সকলকে অবাক করে মানবিকতার পরিচয় দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নাঈমের দ্রুত চিকিৎসার জন্য বিরাট কোহলি ডেকে পাঠান ভারতীয় ফিজিও নীতিন প্যাটেলকে। অধিনায়কের কথা শুনে দ্রুত মাঠে ছুটে আসে ভারতীয় ফিজিও নীতিন প্যাটেল এবং তিনি চিকিৎসা করেন নাঈমের। আর এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে ক্রিকেট মাঠে ভারত অধিনায়ক বিরাট যতই আক্রমনাত্মক হোক না কেন মানুষ হিসেবে বিরাট কোহলি সবার সেরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর