সরকারি স্কুলে পড়ুয়াদের আকর্ষণ করতে বিজ্ঞাপন দিতে আবেদন করা হলো শিক্ষামন্ত্রীকে

বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কয়েক বছর ধরেই রাজ্যের সরকারি স্কুলগুলোতে দিনের পর দিন কমেই চলেছে পড়ুয়াদের সংখ্যা। সেই কারণে এই সমস্যার সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় বিজ্ঞপ্তি জারি করে আগামী শিক্ষাবর্ষে যাতে সরকারি স্কুলগুলোতে পড়ুয়ারা পড়াশোনা করার জন্য আকর্ষিত হন, সে কারণে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিজ্ঞাপন দিতে আবেদন করল। গতকাল এই সমিতি বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীকে তাদের এই আবেদন জানিয়ে আসেন।

images 1 17

সরকারি স্কুলে যে প্রতিনিয়ত অপরাধের সংখ্যা কমে যাচ্ছে সে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘একটা সময় ছিল যখন সরকারি স্কুলগুলোতে ভর্তি নিয়ে ওদের মধ্যে একটা অন্য চাহিদা থাকত। সেই চাহিদা এবং উন্মাদনা এমনই চরমে পৌঁছেছে যে এক একটা সরকারি স্কুলের ৩০-৪০টা আসনের জন্য আবেদনপত্র জমা পড়তো প্রায় ১১০০, ১২০০, ১৫০০। সেটা গরিমা হারাতে হারাতে এমন একটা জায়গায় এসেছে যে এগুলো এখন সব চলে গেছে। বর্তমানে এমন অনেক জায়গা চোখে পড়ছে যেখানে যতগুলো সিট আছে ততগুলো ফরমই শেষ করা সম্ভব হচ্ছে না। সেটা হয়েছে এমন একটা সময়ে, এমনভাবে যে স্কুলগুলো নিজের মতো সব করে নেয়। কবে নোটিশ দেয় বা দেয় না। কিন্তু, জনমানসে সরকারি স্কুল নিয়ে মানুষের মধ্যে মারাত্মক একটা আবেগ আছে। দেখা যায় যে অনেকেই পরে এসে হতাশা প্রকাশ করেন।”

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি সম্প্রতি এই অবস্থা যাতে কাটানো যায় এবং পড়ুয়ারা জাতের সরকারি স্কুলে পড়াশোনা করতে আগ্রহী হয় সেই কারণে, সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের আকর্ষণ করতে শিক্ষামন্ত্রীকে নানা পদক্ষেপ করতে আবেদন করে। গতকাল এই বিষয় সম্পর্কিত লিখিত আবেদন বিকাশ ভবনে শিক্ষা মন্ত্রীর দপ্তরে জমা দিয়েছেন তারা।

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর