সারা দেশের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হলো পবিত্র ঈদ

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ টানা একমাস পবিত্র রমজান মাসের শেষে রোদের তীব্র ও প্রখর দাবদাহকে উপেক্ষা করে বুধবার সকাল থেকেই ইদগাহের মাঠ যেন ছিল মিলনক্ষেত্র। পবিত্র খুশির ঈদে সামিল আট থেকে আশি। বুধবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ কার্যত মেলার রূপ নেয়। শতাধিক মানুষের জমায়েত হয়। ঈদের নমাজ শেষে একে অপরকে কোলাকুলি করেন এরপর ফল ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ ঘিরে ৮ থেকে ৮০ র উদ্দিপনা ছিল চোখে পড়ার মতন।

দক্ষিণ দিনাজপুর জেলাতে খুশির ঈদে সামিল সাধারণেরা। এদিন সকালে জেলার বিভিন্ন জায়গায় ঈদ উপলক্ষে শতাধিক মানুষের জমায়েত হয়। পাশাপাশি বিভিন্ন ঈদগাহে নামাজ পড়ার আয়োজন করা হয়। পাশাপাশি ইদের নমাজের শেষে উঠতি যুবকরা জেলার বিভিন্ন সিনেমাহলে সিনেমা দেখতে ভীড় জমায়। অন্যদিকে মেয়েরা বাহারি চুড়ি আর অসাধারন পোষাক ও নকশা কাটা মেহেন্দি পড়ে দলবেধে ঘুরতে বেড়োয়

e4ed8 511c5d8c 04fe 4dff b812 c1f326a69c3eপ্রত্যেক বাড়িতে সুস্বাদু সিমাই লাচ্চি বিরিয়ানী কষা খাসি ও মুরগির কোরমা কব্জি ডুবিয়ে খেতে ব্যাস্ত বাড়ির সদস্য সহ আত্মীয় পরিজনেরা। এই খুশীর ঈদের আনন্দের জোয়ারে গা ভাসিয়ে ভাসছেন সারা দেশবাসী।

সম্পর্কিত খবর