আগামীকাল বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা

বাংলাহান্ট ডেস্ক: আগামীকাল অর্থাৎ সোমবার বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা। বাংলাদেশে গত ২রা আগষ্ট চাঁদ দেখা যায়। ওই দিনই নির্ধারিত হয় ১২ তারিখ পালন করা হবে ঈদুল আজহা।

মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আল্লাহর উদ্দেশ্যে পশু উৎসর্গ করে এই ঈদ পালন করবে। গত শুক্রবার থেকে ঢাকায় শুরু হয়ে গেছে ঈদ যাত্রা। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ঢাকার অন্যান্য ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা। বৃষ্টির কথা ভেবে শামিয়ানা টাঙানো হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন বঙ্গভবন ও গণভবনে সবস্তরীয় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

সম্পর্কিত খবর