ভোটের আগে অন্তত ১ হাজার কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগেই রাজ্যে আসতে চলেছে ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল সোমবার এরকমই ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক। গত লোকসভা নির্বাচনের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ২০১৯ এর লোকসভার নির্বাচনে রাজ্যে মোতায়েন হয়েছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপরেও ভোটে হিংসা রুখতে ব্যর্থ হয়েছিল কমিশন। তাই এবার আরও বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে সুরক্ষা মজবুত করার চ্যালেঞ্জ নিয়েছে কমিশন।

২০১৯ এর লোকসভা ভোটের তুলনায় এবার রাজ্যে পোলিং বুথের সংখ্যা অনেক বৃদ্ধি পেতে পারে। করোনার মানুষকে সুরক্ষিত রাখার জন্য ২০১৯ এর ৭৮ হাজার ৯০৩ টি পোলিং বুথের তুলনায় এবার রাজ্যে ১ লক্ষ ১ হাজার ৭৯০ টি পোলিং বুথ করতে পারে নির্বাচন কমিশন। রাজ্যে একলাফে এত সংখ্যক পোলিং বুথ বেড়ে যাওয়ার কারণেই ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্প্রতি রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাঁদের টার্গেট শান্তিপূর্ণ নির্বাচন। বাংলায় নির্বাচনী সন্ত্রাস দমনে এবার বদ্ধ পরিকর নির্বাচনী কমিশন। বাংলায় এসেই প্রথমে রাজ্যের আইন শৃঙ্খলার দিকে নজর রাখতে রাজ্য পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন যে, নির্বাচনের সময় যদি কোন পুলিশ কর্তার বিরুদ্ধে তাঁর দায়িত্ব সামল দিতে গিয়ে গাফিলতির অভিযোগ ওঠে তাহলে শুধুমাত্র বদলি নয়, প্রয়োজনে তাঁকে সাসপেন্ডও করা যেতে পারে।

এছাড়াও তিনি বলেছিলেন যে, নির্বাচনের দিন ঘোষণা হলেই, বাংলায় আর কোন বাইক মিছিল করা যাবে না। কোনরকম বাইক মিছিল দেখলেই পুলিশ বাইক আটক করলে, ভোটের আগে তা ফেরত দেওয়া হবে না। সমস্ত বুথই থাকবে গ্রাউণ্ড ফ্লোরে, যাতে প্রবীণ নাগরিকদের কোন সমস্যা না হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর