লস্ট ভোট এড়ানোর জন্য নতুন নিয়ম আনতে চলেছে নির্বাচন কমিশন

কাজের জন্য অনেকেই বাইরে থাকে , আর কাজের চাপে সবসময় এতো দূর থেকে বাড়ি এসে ভোট দেওয়া সম্ভব হয় না । আর এই কারনে ভোট অনেকেই দিতে কুন্ঠা করেন । আর তার জন্য অনেক ভোট নস্ট হয়ে থাকে । অনেকেই মনে করেন  একটা ভোট দিলাম না দিলাম তাতে কী আর এসে যায়, আরএইরকম চিন্তা আরও ৩০ কোটি মানুষ ভেবে থাকেন সেখান থেকেই শুরু হয় সমস্যা ।

ভারতে ভোট দিতে পারেন এমন মানুষের সংখ্যা ৯০ কোটি।  কিন্তু সম্প্রতি একটি সমীক্ষা অনুযায়ী ২০১৯-এর লোকসভা ভোটে ৩০ কোটি ভারতীয় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেননি। এই হারানো ভোট কীভাবে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে এখন ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন।সমস্যার সমাধানে টেকনোলজির হাত ধরতে চাইছে নির্বাচন কমিশন।

886175 jharkhand elections

 

ভোটের দিন বৈধ ভোটার যে প্রান্তেই থাকুন ,তিনি নিজের  যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন নির্বাচন কমিশন ।  কিছুদিন আগেই যোগ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা,  তিনি জানিয়েছেন যে  চেন্নাই আইআইএম-এর সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়েছে ,আর তারা একটা ব্যাকচেন সিস্টেম বানানোর প্ল্যান করছেন। সমীক্ষাতে দেখা গেছে , ভারতে ৪৫ কোটি মানুষ আছেন  যাঁরা বিভিন্ন কারণে  অন্য জায়গায় থাকেন আর সেই জন্য তারা ভোট দিতে পারেন না।

তারা ঝামেলার মধ্যে জড়াতে চায় না বলে আবার নতুন করে ভোটার কার্ড বানাতে চায় না। আর এই জন্য প্রতিবার অনেক মানুসষর ভোট বাদ চলে যেতে থাকে । তা আমাদের পক্ষে সত্যি খারাপ । তাই এই সমস্যা দূর করার জন্য নতুন নিয়ম আনতে চায় নির্বাচন কমিশন । লস্ট ভোট বা হারানো ভোট সেই সমস্যা না থাকে সেই জন্য নতুন নিয়ম খুব তাড়াতাড়ি আসবে বলে মনে করা হচ্ছে । আর তারপর এই সমস্যা কমবে বলে আশা করছে নির্বাচন কমিশন ।

সম্পর্কিত খবর