বদল করা হল কলকাতার আট রিটার্নিং অফিসারকে, ভোটের মাঝেই কড়া পদক্ষেপ কমিশনের

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মধ্যেই আবারও বদল করা হল কলকাতার (kolkata) আটটি কেন্দ্রের রিটার্নিং অফিসারকে (returning officers)। যার মধ্যে রয়েছে উত্তর কলকাতার ৬টি বিধানসভা কেন্দ্র এবং দক্ষিণ কলকাতার ২ টি বিধানসভা কেন্দ্র। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রাপ্ত অভিযোগের পরই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (election commission)৷

   

বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় অফিসারদের বদল করছে নির্বাচন কমিশন। যে সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের নামে রাজনৈতিক অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখেই বদলি করা হচ্ছে। এবারে রাজনৈতিক দলের অভিযোগ থাকার কারণে কলকাতার আটটি কেন্দ্রের রিটার্নিং অফিসারকে বদল করা হল।

সূত্রের খবর, কোন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অফিসার তিন বছরের বেশি তাঁর পদে থাকবেন না- এমনটা গত সেপ্টেম্বর মাসেই ঘোষণা করেছল নির্বাচন কমিশন। তবে এখন প্রশ্ন উঠেছে, এই অফিসাররা ৩ বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলানোর পরও তাদের সরাতে কেন এত দেরী হল?

এবিষয়ে কমিশন জানিয়েছে, এখানে কোন বেনিয়ম হয়নি। কিছু রাজনৈতিক দলের তরফ থেকে এইসকল অফিসারদের নামে অভিযোগ জমা দেওয়া হয়েছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর কলকাতার জোড়াসাঁকো, শ্যামপুকুর, বেলেঘাটা, কাশীপুর-বেলগাছিয়া, এন্টালি, চৌরঙ্গী এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর এবং কলকাতা বন্দর কেন্দ্রে ছিলেন এইসকল রিটার্নিং অফিসাররা। তাদেরই বদল করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর