মাধ্যমিক পাশেই কেন্দ্র সরকারের চাকরি, চলছে বিপুল শূন্যপদে নিয়োগ, এখুনি করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে এই মুহূর্তে বেকারদের অবস্থা সত্যিই করুন। একদিকে যেমন চাকরি হারিয়েছেন লাখো লাখো মানুষ। তেমনি অন্যদিকে বন্ধ নিয়োগও। তবে  সরকারি চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। MTS, ড্রাইভার,সাইন্টিফিক অ্যাসিস্টেন্ট, হিসাবরক্ষক, হেড  ক্লার্ক, সংরক্ষণ সহকারী টেকনিক্যাল সহ মোট ৩২৬১  টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। যেসব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in- এ পদের জন্য আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২১।

   

বয়সঃ

আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে ওবিসি, এসটি, এসসি, পিডব্লিউডি পরীক্ষার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ

দশম শ্রেণী থেকে স্নাতক সকলেই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন। এরই সাথে কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।

job seekers,India,recruitment news,Staff Selection Commission,স্টাফ সিলেকশন কমিশন,চাকরির খবর,চাকরিপ্রার্থী,ভারত

আবেদন ফি ও তারিখঃ

এই শূন্যপদ গুলিতে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে পরীক্ষার্থীদের। এক্ষেত্রে অনলাইনে আবেদন ফি জমা দেবার শেষ তারিখ ২৮ অক্টোবর ২০২১। অন্যদিকে চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিলে শেষ তারিখ ১ নভেম্বর ২০২১। বিজ্ঞপ্তি অনুযায়ী, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে অনলাইনেই নির্বাচনী পরীক্ষা নেবে সংস্থা। তারপর যোগ্যতা অনুসারে পরবর্তী পর্যায়ের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে সকল প্রার্থী একাধিক পদে আবেদন করতে ইচ্ছুক তারাও আলাদা আলাদা ভাবে আবেদন করতে পারবেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর