১ লাখেরও বেশি টাকার বিদ‍্যুতের বিল, আরশাদ ওয়ারসির টুইট ডিলিট করতে বলল বিদ‍্যুৎ কোম্পানি

বাংলাহান্ট ডেস্ক: অতিরিক্তি বিদ‍্যুতের (electricity) বিল (bill) আসায় মাথায় হাত মুম্বইয়ের তারকা মহলের। সোশ‍্যাল মিডিয়ায় বারে বারে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। তাপসী পন্নু, হুমা কুরেশি, সোহা আলি খান সহ আরও অনেক তারকাই এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন।
এরই মধ‍্যে অভিনেতা আরশাদ ওয়ারসির (arshad warsi) বিদ‍্যুতের বিল দেখে চক্ষু চড়কগাছ। তাঁর বিল আসে ১ লাখেরও বেশি টাকা। সোশ‍্যাল মিডিয়ায় এই বিষয়ে অভিযোগ করতেই বিদ‍্যুৎ সরবরাহকারী কোম্পানি তাঁকে বলে, ব‍্যক্তিগত বিষয় সোশ‍্যাল মিডিয়ায় নি প্রকাশ করতে। উপরন্তু টুইটটি ডিলিট করতেও বলে ওই কোম্পানি।
বিদ‍্যুতের বিল দেখে একের পর এক টুইটের মাধ‍্যমে ক্ষোভ উগরে দেন আরশাদ ওয়ারসি। একটি টুইটে তিনি লেখেন, এই ১ লাখ টাকার বিদ‍্যুতের বিল দিতে প্রথমে নিজের আঁকা ছবি ও তারপর কিডনি বিক্রি করতে হবে। এরপর আরও একটি টুইট করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘এই হল আমার বিদ‍্যুতের বিল যা আদানি নামের হাইওয়ে ডাকাতদের থেকে এসেছে। আমার খরচের কথা শুনে খুব হাসছে।’


নিজের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষেরও বেশি টাকা কেটে নেওয়ার কথাও টুইটে উল্লেখ করেন অভিনেতা। টুইটে আদানির ছবি পোস্ট করাতেই চটে যায় বিদ‍্যুত কোম্পানি। তারা পাল্টা লেখে, ‘আমরা আপনার সমস‍্যাটা বুঝতে পারছি। আপনার সাহায‍্যের জন‍্যই আমরা আছি। কিন্তু ব‍্যক্তিগত বিষয়ে আপনার করা অপমানে আমরা অসন্তুষ্ট। ভবিষ‍্যতে বিষয়টা খেয়াল রাখবেন।’


এরপরে আরও একটি টুইটে আরশাদ ওয়ারসিকে টুইট ডিলিট করার অনুরোধ জানায় বিদ‍্যুৎ কোম্পানি। এরপরেই অভিনেতা নিজের টুইটটি ডিলিট করেন এবং জানান তাঁর সমস‍্যার সমাধান হয়ে গিয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর