কেরলে শুনশান রাস্তায় হেটে বেড়াচ্ছে হাতি, ভাইরাল ভিডিও

লক ডাউনে সবাই গৃহ বন্দী রাস্তা ফাঁকা, আর কেরলের শুনসান রাস্তায় দেখা গেল এক দাঁতাল হাতিকে। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।

প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর এই সময় প্রকৃতি যেন প্রাণ ভরে বাঁচতে শুরু করেছে। জীব জন্তুর মতো প্রকৃতি এখন স্বচ্ছল। আর এর মধ্যে ভাইরাল হয়েচ্ছে একটি ভিডিও। রাস্তায় এক হাতি হেটে চলে বেড়াচ্ছে রাজার মতন। কোথাও কেউই নেই বন্ধ ঘরের দরজা জানলা ।

আর টুইটারে এই হাতির কাণ্ডকারখানার ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার সুধা রমেন। আর ভিডিও দেখার পর এক এক জন এক এক রকম কথা বলেছেন কেউই বলেছেন,

লকডাউনের সময় সরকারের পক্ষ থেকেই বোধহয় এমন নিষ্ঠাবান অফিসারকে এই এলাকায় শৃঙ্খলা বজায় রাখার জন্য বহাল করা হয়েছে। কেউ আবার লিখেছেন একদম কড়া পুলিশ অফিসারের মতো চালচলন এই হাতির। আর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই মজার ভিডিও।

সম্পর্কিত খবর