কলকাতা লিগে ভবানীপুরের কাছে লজ্জার হার ইস্টবেঙ্গলের! ক্রমশ ভরসা হারাচ্ছেন সমর্থকরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতা লিগের ম্যাচে জঘন্য ফুটবল খেলে পরাজয়ের শিকার হলো বিনো জর্জের ইস্টবেঙ্গল। ২৫ শে অক্টোবর দুপুরে কল্যাণী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ভবানীপুরের মুখোমুখি হয়েছিল লাল হলুদ শিবির। কিন্তু টানা দুই ম্যাচে জয় হাতছাড়া করে ড্র করার পর ভবানীপুরের কাছে ০-২ ফলে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল।

এই ম্যাচে পয়েন্ট নষ্ট করা মানে ছিল কলকাতা লিগ জয়ের দৌড় থেকে পিছিয়ে পড়া। কিন্তু এই ম্যাচে আরও হতাশ করলো বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। আইএসএলের স্কোয়াড থেকে আনানো ফুটবলাররা এই ম্যাচে কোনওরকম প্রভাব ফেলতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ।

আজ ম্যাচের ২৩ মিনিট একসময় লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলা ফুটবলার জিতেন মুর্মু ভবানীপুরকে গোল করে এগিয়ে দেন। বা পায়ের দুর্দান্ত চিপে গোলরক্ষক জয়সওয়ালকে পরাস্ত করেন তিনি। কিন্তু গোল খাওয়ার পরেও পিছিয়ে যাওয়া ইস্টবেঙ্গলের খেলার মধ্যে ফিরে আসার মরিয়া চেষ্টা দেখা যায়নি।

দ্বিতীয়ার্ধ পরিকল্পনা এবং বেশ কিছু ফুটবলার বদল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন বিনো জর্জ। কিন্তু লাল-হলুদ ফুটবলারদের মধ্যে সেই তালমিলই তৈরি হয়নি, যার জন্য বিনোর ম্যাচে ফেরার চেষ্টা ব্যর্থ হয়। উল্টে ৭৩ মিনিটে প্রাক্তন রিয়াল কাশ্মীর স্ট্রাইকার ক্রিজোর দুরন্ত হেডে ব্যবধান বাড়িয়ে নেয় ভবানীপুর।

ভবানীপুর যে দুর্দান্ত ফুটবল খেলেছে, এমনটা নয়, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় লজ্জা উপহার দেওয়া সম্ভব হতো শতাব্দীপ্রাচীন ক্লাবটিকে। আজ প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার জিতেন মুর্মু ম্যাচের সেরা নির্বাচিত হন। এই হারের ফলে ৩ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়ালো কেবল ২।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর