সুখবর: রাজ্যে প্রায় ১ লক্ষ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ, দেওয়া হবে প্রশিক্ষণ

বাংলাহান্ট ডেস্কঃ বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর নিয়ে এক রাজ্য (west bengal) সরকার। দেওয়া হবে কর্মসংস্থানের সুযোগ। প্রশিক্ষণ নিয়ে, কাজের সুযোগ করে দেওয়া হবে প্রায় ১ লক্ষ বেকার যুবক-যুবতীদের। ৩ মাসের প্রশিক্ষণে নিয়োগ করা হবে রাজ্যের চটকলগুলিতে (Jute Mill)।

এবিষয়ে শ্রম মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) জানিয়েছেন, ‘হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের বিভিন্ন চিনি এবং আটা কারখানায় বাংলায় তৈরি চটের ব্যাগ ব্যবহার করা হয়। কিন্তু লকডাউনের কারণে চটকল বন্ধ থাকায় এবং দক্ষ কারিগিরের অভাবের কারণে, গতবছর জোগানে প্রায় ১৫ শতাংশ ঘাটতি রয়ে গেছে। সেই কারণে বন্ধ থাকা ১৭ টি চটকল কর্তৃপক্ষের সঙ্গে আবারও কারখানা খোলার বিষয়ে আলোচনা করা হয়েছে’।

1606262289 5fbd9e11072ca photo

তিনি আরও জানান, ‘গোটা দেশেই এখন বাংলায় তৈরি চটের ব্যাগের প্রচুর চাহিদা রয়েছে। যে কারণে ৩ মাসের প্রশিক্ষণ দিয়ে প্রায় ১ লক্ষ বেকারদের কাজের ব্যবস্থা করছে শ্রম দফতর। ঘাটতি পূরণের পাশাপাশি বেশি অর্ডারেরও জোগান দেওয়া যাবে’।

সূত্রের খবর, প্রায় ১ লক্ষ বেকার যুবক-যুবতীদের ৩ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর সুদক্ষ কর্মীদের চটকল গুলোতে নিয়োগ করা হবে। এই কর্মীদের জন্য ভাতার ব্যবস্থাও করা থাকবে।

প্রসঙ্গত, লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যের শ্রমিকদের বেশিরভাগই তাঁদের নিজ নিজ রাজ্যে ফিরে গিয়েছেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেখা গেছে, তাঁদের প্রায় ৩৫ শতাংশ কর্মীরাই আর ফিরে আসেননি। যার কারণে সমস্যায় পড়তে হয়েছে রাজ্যের চটকলগুলিকে। দক্ষ শ্রমিকের অভাবে সময়মত জোগান দিতে পারছিল না অর্ডারের। এবার সেই সমস্যা মেটার পাশাপাশি কর্মসংস্থান পাবেন রাজ্যে অনেক বেকার যুবক-যুবতীরাও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর