জম্মু কাশ্মীরে ভোর রাতে সেনার এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি সমেত এক চর!

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Kashmir) বড় সফলতা পেলো ভারতীয় সেনা (Indian Army)। পুলওয়ামা জেলায় শনিবার সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) শুরু হয়। এই এনকাউন্টারে দুই জঙ্গি আর তাদের এক সাথী খতম হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, সেনা দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল। আর এরপর সেনা শনিবার ভোর রাতে তল্লাশি অভিযান চালায়।

উনি জানান, তল্লাশি চালানোর সময় জঙ্গিরা নিজেদের অসুরক্ষিত মনে করে সেনার উপর গুলি চালানো শুরু করে। এরপর সেনাও জঙ্গিদের চালানো গুলির পাল্টা জবাব দেয়। উনি জানান, এই এনকাউন্টারে দুই জঙ্গি আর জঙ্গিদের এক সহায়ক খতম হয়েছে। এখনো পর্যন্ত এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান।

আপনাদের জানিয়ে দিই, জম্মু কাশ্মীরের শোপিয়ানে বুধবার সেনা আর জঙ্গির মধ্যে হওয়া এনকাউন্টারে চার জঙ্গি খতম হয়েছিল। সেনা খবর পেয়েছিল যে, মেলহুরা গ্রামে কজন জঙ্গি লুকিয়ে আছে। এই খবর পাওয়ার পর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ আর এসওজি এর দল গ্রামে তল্লাশি অভিযান চালায়।

নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে জঙ্গিরা সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। প্রথমে সেনার তরফ থেকে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু এরপরেও তাঁরা গুলি চালানো জারি রাখলে সেনাও পাল্টা হামলা চালায় আর চার জঙ্গিকে খতম করে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর